এবার বাজেট অধিবেশনে সাংবাদিকদের ‘না’

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০২:১৩ পিএম, ০১ জুন ২০২০

এবারের বাজেট অধিবেশনে সংসদ ভবনে উপস্থিত হয়ে কাভারেজ করার সুযোগ পাচ্ছেন না সাংবাদিকরা। করোনাভাইরাসের কারণে তাদের সংসদ টেলিভিশন দেখে সংবাদ সংগ্রহের জন্য বলেছে সংসদ সচিবালয়।

আজ সোমবার (১ জুন) দুপুরে সংসদের গণসংযোগ-১ এর পরিচালক মো. তারিক মাহমুদ স্বাক্ষরিত চিঠিতে এ কথা জানানো হয়।

চিঠিতে উল্লেখ করা হয়, রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ আগামী ১০ জুন বুধবার বিকেল ৫টায় একাদশ জাতীয় সংসদের অষ্টম অধিবেশন (বাজেট অধিবেশন) আহ্বান করেছেন। বাজেট অধিবেশনের সব কার্যক্রম সংসদ বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত হবে। করোনাভাইরাসের (কোভিড ১৯) সংক্রমণ প্রতিরোধে জনস্বার্থে সংসদ টিভি থেকে বাজেট অধিবেশনের সংবাদ সংগ্রহের জন্য সাংবাদিকদের প্রতি অনুরোধ জানানো হয় চিঠিতে।

করোনা পরিস্থিতিতে বাজেট অধিবেশনকালীন বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকদের পাস সরবরাহ করা সম্ভব হচ্ছে না বলে চিঠিতে উল্লেখ করা হয়।

চিঠিতে আরও উল্লেখ করা হয়, আগামী ১১ জুন ২০২০-২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপনের পরপরই বিকেল সোয়া ৩টায় সংসদ ভবনের মিডিয়া সেন্টার থেকে সুশৃঙ্খলভাবে শারীরিক দূরত্ব বজায় রেখে ‘বাজেট ডকুমেন্টস’ বিতরণ করা হবে। এক্রিডিটেশন কার্ড প্রদর্শন করে সংসদ চত্বরে প্রবেশ করে বাজেট ডকুমেন্টস গ্রহণ করা যাবে। প্রত্যেক গণমাধ্যম থেকে একজনের অধিক সদস্য না পাঠাতে চিঠিতে বিনীত অনুরোধ হয়।

এছাড়াও চিঠিতে সাংবাদিকদের প্রতি উল্লিখিত বিষয়ে আন্তরিক সহযোগিতা কামনা করা হয়।

এইচএস/এমএফ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।