শাহবাগে গণজাগরণ মঞ্চের অবস্থান


প্রকাশিত: ০৫:২৪ এএম, ০২ নভেম্বর ২০১৪

জামায়াত নেতা মীর কাসেম আলীর ফাঁসির দাবিতে রাজধানীর শাহবাগ এলাকায় অবস্থান নিয়েছে গণজাগরণ মঞ্চ। রোববার সকাল ১০টার পর থেকে ডা. ইমরান এইচ সরকারের নেতৃত্বাধীন গণজাগরণ মঞ্চের একাংশ এবং কামাল পাশা চৌধুরীর নেতৃত্বাধীন অপরাংশের কর্মীরা শাহবাগের জাতীয় জাদুঘর সংলগ্ন এলাকায় পৃথকভাবে জড়ো হতে থাকেন। পাশাপাশি আলাদাভাবে অবস্থান নিয়ে মীর কাসেমের ফাঁসির দাবিতে স্লোগানে স্লোগানে আকাশ-বাতাস মুখর করে তোলেন ছাত্রলীগের (জাসদ) কর্মীরা।

প্রতিবেদনটি লেখা পর্যন্ত গণজাগরণ মঞ্চের উভয় অংশ এবং জাসদ ছাত্রলীগের কর্মীরা যুদ্ধাপরাধে অভিযুক্ত মীর কামেসের সর্বোচ্চ শাস্তি দাবিতে বিভিন্ন রকমের স্লোগান দিচ্ছেন।

আন্দোলনরতরা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, জামায়াতের সঙ্গে আঁতাত করে জনগণের ইচ্ছার বিরুদ্ধে রায় দেওয়া হলে জোরদার আন্দোলন গড়ে তোলা হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।