মীর কাসেমের ফাঁসির দাবিতে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন


প্রকাশিত: ০৫:০৯ এএম, ০২ নভেম্বর ২০১৪

মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধে জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য ও দিগন্ত মিডিয়া করপোরেশনের চেয়ারম্যান মীর কাসেম আলীর সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে মানববন্ধন করছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রবেশপথের সামনে রোববার সকাল পৌনে ১০টায় এ মানববন্ধন শুরু হয়। মানববন্ধনে উপস্থিত নেতাকর্মীরা মীর কাসেম আলীর ফাঁসির দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

মানববন্ধনে উপস্থিত রয়েছেন, সংগঠনের ঢাকা মহানগর ইউনিট কমান্ডার আমির হোসেন মোল্লা, সহকমান্ডার ইউসুফ আলী, লালবাগ থানা কমান্ডার শেখ শাহজালাল, কামরাঙ্গীচর থানা কমান্ডার আব্দুল হাকিম, রমনা থানার কমান্ডার আব্দুস সোবহান, ডেমরা থানার কমান্ডার ওয়াহাব সরদার প্রমুখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।