রাকিতিচের জোড়া গোলে বার্সার সহজ জয়
ইভান রাকিতিচের জোড়া গোলে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে সহজ জয় পেয়েছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। মঙ্গলবার প্রতিপক্ষের মাঠ থেকে বেলারুশ চ্যাম্পিয়ন বাতে বরিসভের বিপক্ষে ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।
মঙ্গলবার বরিসভ অ্যারেনায় বাতে বরিসভের বিপক্ষে শুরু থেকেই আক্রমণাত্মেক খেলতে থাকে লিওনেল মেসিহীন বার্সেলোনা। প্রথমার্ধে দারুণ খেললেও গোলের দেখা পায়নি লুইস এনরিকের দল। ২০১৪ সালের এপ্রিলের পর প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে প্রথমার্ধে গোল করতে ব্যর্থ হয় বার্সেলোনা। ফলে গোলশূন্য ড্র নিয়ে বিরতিতে যায় দুই দল।
তবে বিরতির পর গোলের জন্য বেশি অপেক্ষা করতে হয়নি কাতালানদের। খেলার ৪৮তম মিনিটে অসাধারণ এক গোল করে বার্সেলোনাকে এগিয়ে নেন বদলি হিসেবে মাঠে নামা ইভান রাকিতিচ। নেইমারের পাস থেকে ডি বক্সের বাইরে থেকে জোরালো শটে ওপরের বাঁ কোনো দিযে বল জালে জড়ান এই ক্রোয়েশিয়ান মিডফিল্ডার।
খেলার ৬৪তম মিনিটে ফের নেইমার-রাকিতিচ মেলবন্ধনে বার্সেলোনার গোল। দুর্দান্ত দৃঢ়তায় বল নিয়ে বিপদসীমায় ঢুকে অরক্ষিত রাকিতিচকে পাস বাড়ান নেইমার। ঠাণ্ডা মাথায় আলতো চিপে বল জালে জড়ান ক্রোট মিডফিল্ডার রাকিতিচ। খেলার বাকি সময় আর কোনো গোল না হওয়ায় ২-০ গোলের সহজ জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা।
এই জয়ের ফলে তিন ম্যাচ থেকে ৭ পয়েন্ট নিয়ে ‘ই’গ্রুপে শীর্ষস্থান অক্ষু্ণ্ণ রেখেছে বার্সেলোনা।
এমআর/পিআর