টাঙ্গাইলে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে দুই চরমপন্থি নিহত


প্রকাশিত: ১০:১৩ পিএম, ২০ অক্টোবর ২০১৫

টাঙ্গাইলে র‌্যাবের সঙ্গে বন্ধুকযুদ্ধে দুই চরমপন্থি নিহত হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাত সোয়া ৩টায় সদর উপজেলার গুগড়া ইউনিয়নের মইশা গ্রামের শাহাদতের বাড়িতে এ ঘটনা ঘটে। নিহতরা হচ্ছেন সদর উপজেলার বাঘিল ইউনিয়ন পরিষদের সদস্য আকবর হোসেন (৪৫) ও মইশা গ্রামের মনু মিয়া (৩৫)।

টাঙ্গাইল র‌্যাবের কোম্পানি কমান্ডার মুহাম্মদ মহিউদ্দিন ফারুকী জানান, গোপন সংবাদের ভিত্তিতে মইশা গ্রামে অভিযান পরিচালনা করার সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ১০/১২ চরমপন্থি ওই এলাকার শাহাদত হোসেনের বাড়িতে জোর করে অবস্থান নিয়ে অাত্মগোপন করে।


এ সময় ওই বাড়িত র‌্যাব সদস্য অবস্থান নিলে চরমপন্থিরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছুড়ে। এসময় র‌্যাব আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুড়লে ঘটনাস্থলেই মনু মিয়া ও আকবর হোসেন নামের দুই চরমপন্থি নিহত হয়।

এতে র‌্যাব সদস্য মনিরুল ইসলাম এবং তিন চরমপন্থি আহত হয়। আহত র‌্যাব সদস্য মনিরুল ইসলামকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাকে ঢাকায় পাঠান।


ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, একটি দেশিয় তৈরি ওয়ান শুটার, দুই রাউন্ড গুলি ও বেশ কয়েকটি গুলির খোসা উদ্ধার করা হয়।

আহমেদ রাসেল/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।