ভারতবাসীকে প্রণব মুখার্জির শারদীয় শুভেচ্ছা


প্রকাশিত: ০৭:২১ পিএম, ২০ অক্টোবর ২০১৫

ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে তার দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। এক বার্তায় তিনি দেশ-বিদেশে বসবাসরত সকল ভারতীয় নাগরিককে শারদীয় শুভেচ্ছা ও শুভ কামনা জানান।

প্রণব মুখার্জি বলেন, ‘দুর্গাপূজা অসত্যের বিরুদ্ধে সত্যের, দুষ্টের বিরুদ্ধে শিষ্টের, অন্ধকারের বিরুদ্ধে আলোর এবং অজ্ঞতার বিরুদ্ধে জ্ঞানের বিজয় অর্জনেরই প্রতিনিধিত্ব করে। দেবি দুর্গা আমাদের সবাইকে ন্যায়বিচার, সততা ও জ্ঞানের পথে পরিচালিত করুক। আসুন, আমরা সার্বজনীন মায়ের কাছে প্রার্থনা করি যাতে তিনি আমাদের মাঝে ভ্রাতৃত্ব এবং সবার প্রতি ভালবাসার প্রেরণার সঞ্চার করেন।’

তিনি বলেন, ‘এই উৎসব আমাদের সমাজের নৈতিক ভিত্তি আরো দৃঢ় করুক এবং সব ধরনের বিভক্তি ও ধ্বংস থেকে আমাদেরকে দূরে রাখুক।’

বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।