আন্দোলনে নেমেছে প্রকৃচি-বিসিএস সমন্বয় কমিটি


প্রকাশিত: ০৫:৪১ পিএম, ২০ অক্টোবর ২০১৫

আন্দোলনে নামছে প্রকৃচি-বিসিএস সমন্বয় কমিটি। অষ্টম জাতীয় বেতন স্কেলের সুপারিশকে পাশ কাটিয়ে প্রকৃত পেশাজীবী ও বিসিএস ক্যাডার কর্মকর্তা-কর্মচারীদের বঞ্চিত করার আমলাতান্ত্রিক ষড়যন্ত্র মোকাবেলার প্রথম ধাপে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে গোটা জাতির সামনে নবগঠিত এ কমিটির অবস্থান ব্যাখ্যা করা হবে।

রোববার (১৮ অক্টোবর) প্রকৌশলী, কৃষিবিদ ও চিকিৎসক (প্রকৃচি) ও ২৬টি বিসিএস ক্যাডারের কর্মকর্তাদের এক যৌথ বৈঠকে  প্রকৃচি-বিসিএস সমন্বয় কমিটি গঠিত হয়।

জানা গেছে, মঙ্গলবার রাতে কৃষিবিদ ইনস্টিটিউট অব বাংলাদেশ (কেআইবি) সভাপতি আ ফ ম বাহাউদ্দিন নাছিম এমপিকে আহ্বায়ক ও ইইস্টটিউট অব ইঞ্জিনিয়ারিং বাংলাদেশ (আইইবি) মহাসচিব ফিরোজ খানকে মহাসচিব করে ১১ সদস্য বিশিষ্ট প্রকৃচি-বিসিএস সমন্বয় স্টিয়ারিং কমিটি গঠিত হয়েছে।

কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন কেআইবি’র মহাসচিব মো. মোবারক আলী, আইইবি’র সভাপতি ইঞ্জিনিয়ার মো. কবীর হোসেন ভুঁইয়া ও মহাসচিব ইঞ্জিনিয়ার আবদুল সবুর, বিবিএস ক্যাডার অ্যাসোসিয়েশন সভাপতি মো. কে এ ভুঁইয়া ও মহাসচিব ফিরোজ খান, বিএমএ সভাপতি অধ্যাপক ডা. মাহমুদ হাসান ও মহাসচিব অধ্যাপক ডা. এম ইকবাল আর্সলান। এছাড়া বিসিএস ক্যাডারের আর তিনজন কর্মকর্তাকে সদস্য হিসেবে রাখা হয়েছে।

বিএমএ মহাসচিব মঙ্গলবার রাত ১১টায় এ খবরের সত্যতা নিশ্চিত করে বলেছেন, অচিরেই এ প্রতিষ্ঠানটির পূর্ণাঙ্গ কার্যকরী পরিষদ ঘোষণা ও গঠনতন্ত্র তৈরি হবে। আমলাদের স্বেচ্ছাচারিতা বন্ধে এই এটিকে পূর্ণাঙ্গ স্থায়ী সংগঠনে রূপ দেয়া হবে।

১৮ অক্টোবরের যৌথসভায়  প্রাথমিকভাবে কিছু সিদ্ধান্ত গৃহীত হয়। সিদ্ধান্তগুলো হলো বিভিন্ন ধরনের আমলাতান্ত্রিক ষড়যন্ত্র মোকাবেলার জন্য প্রকৃচি-বিসিএস সমন্বয় কমিটি গঠন, মন্ত্রিপরিষদের ১৪ অক্টোবরের অফিস স্বারকের পরিপ্রেক্ষিতে স্বস্ব মন্ত্রণালয় হতে কোনো পরিপত্র যাতে জারি না হয় সে জন্য ব্যবস্থা গ্রহণ, উপজেলা নির্বাহী কর্মকর্তার কোনো খবরদারি গ্রাহ্য না করে উপজেলা পরিষদ চেয়ারম্যানকে সহযোগিতা করা।

এছাড়া বুধবার (২১ অক্টোবর) সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রকৃচি-বিসিএস সমন্বয় কমিটির অবস্থান ব্যাখ্যা, ২৪ অক্টোবর সমাবেশের মাধ্যমে কর্মসূচি ঘোষণা ও পত্রিকায় বিজ্ঞাপনের মাধ্যমে আমাদের দাবিকে সরকারের নীতি নির্ধারক মহলসহ জনগণকে অবগত করার ব্যবস্থা গ্রহন ও প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে অবহিত করা ও স্বারকলিপি প্রদান।

এমইউ/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।