মিরপুরে পূজামণ্ডপ থেকে ভুয়া সেনাসদস্য আটক


প্রকাশিত: ০৪:৪৮ পিএম, ২০ অক্টোবর ২০১৫
প্রতীকী ছবি

রাজধানী মিরপুরের একটি পূজামণ্ডপ থেকে এক ভুয়া সেনাসদস্যকে আটক করেছে র‌্যাব। মঙ্গলবার রাতে এঘটনা ঘটে। র‌্যাবের মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক মাকসুদুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মিরপুর-২ এর পূজামণ্ডপ এলাকায় সন্দেহজনকভাবে চলাফেরা করায় সেখানকার নিরাপত্তার দায়িত্বে থাকা র‌্যাব সদস্যরা ওই ভুয়া সেনাসদস্যকে আটক করে।

মাকসুদুল আলম আরো জানান, ঘটনাস্থলে র‍্যাবের সদস্যরা তাকে জেরা করেন। তবে সেনাসদস্য পরিচয় দিলেও তিনি উপযুক্ত কোনো প্রমাণ দেখাতে পারেননি।

জিজ্ঞাসাবাদের পর কী উদ্দেশ্যে তিনি সেখানে চলাফেরা করছিলেন তা বিস্তারিত জানা যাবে বলে জানান মাকসুদুল আলম। এঘটনার পর ওই পূজামণ্ডপ এলাকার নিরাপত্তা ও তল্লাশি জোরদার করা হয়েছে।

এআর/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।