সাকা চৌধুরী পাকিস্তানের এজেন্ট ছিলেন ৪৪ বছর


প্রকাশিত: ০৪:৪০ পিএম, ২০ অক্টোবর ২০১৫

মুক্তিযুদ্ধের সময় সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী পাকিস্তানের পক্ষে অবস্থান নিয়ে যুদ্ধাপরাধ করেছেন। পরবর্তীকালে ৪৪ বছর যাবত পাকিস্থানের এজেন্ট হিসেবে এদেশে কাজ করেছেন বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী অ্যাড. আ ক ম মোজাম্মেল হক।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র আমাদের মহান মুক্তিযুদ্ধের সময় সপ্তম নৌ-বহর পাঠিয়ে যুদ্ধকে স্তব্ধ করতে চেয়েছিল। তাদের সাফাই সাক্ষী মানা এটা বিচিত্র কিছু নয়। এতেই প্রমাণ হয় সাকা চৌধুরী স্বার্থ হাসিল করেছেন।

মঙ্গলবার বিকেলে গাজীপুরের কালিয়াকৈর বাসস্ট্যান্ডে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত স্মরণসভায় যোগ দিয়ে সাংবাদিকদের সঙ্গে সাক্ষাৎকালে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, ইতোপূর্বে আপনারা দেখেছেন কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকর করার পর পাকিস্তান পার্লামেন্টে শোক প্রস্তাব এনেছিল। তারা বলেছে, এই কাদের মোল্লা পাকিস্তানের বন্ধু ছিল। পাকিস্তানের আদর্শ-উদ্দেশ্য রক্ষার জন্য কাজ করে যাচ্ছিল। কিন্ত এর আগে জামায়াতে ইসলামের পক্ষ থেকে বলেছিল এই কাদের মোল্লা, সেই কাদের মোল্লা নয়। পাকিস্তানের পার্লামেন্ট তার জন্য শোক প্রস্তাব আনার মাধ্যমে প্রমাণ করেছে আওয়ামী লীগ যে কথাগুলো বলে আসছে সেটাই সত্য।

স্থানীয় যুবলীগ নেতা রফিকুল ইসলাম রফিকের হত্যাকারীদের বিচার দাবিতে আয়োজিত এ স্মরণসভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি নাসিম কবির। এতে আরো বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম রাসেল ও অ্যাড. রফিকুল ইসলাম।

উল্লেখ্য, কালিয়াকৈরের চন্দ্রায় ২১ আগস্ট আওয়ামী লীগ আয়োজিত শোক দিবসের আলোচনা সভায় প্রতিপক্ষের হাতে খুন হন সাবেক উপজেলা যুবলীগ সভাপতি রফিকুল ইসলাম রফিক।

আব্দুর রহমান আরমান/এআরএ/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।