হরতালে যান চলাচল স্বাভাবিক
জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর রায়ের প্রতিবাদে দলটির ডাকা হরতালের দ্বিতীয় দিনে তেমন প্রভাব পড়েনি নগরীর যান চলাচলে।
রোববার সকালে রাজধানীর কাজীপাড়া, শেওড়াপাড়া, মিরপুর-১০, ১১ নম্বর, পূরবী, শ্যামলী, গাবতলী, কচুক্ষেত, কালশীসহ বিভিন্ন এলাকা ঘুরে এমন দৃশ্য দেখা গেছে।
এসব রুটে যাত্রীবাহী যান চলাচল অন্যান্য দিনের মতোই রয়েছে। হরতালে গাড়ি পেতে কোনো সমস্যা হচ্ছে কি না- এমন প্রশ্নের উত্তরে রাজধানীর মতিঝিলে একটি বেসরকারি কোম্পানিতে কর্মরত আসাদ হোসেন জানান, হরতালের কারণে গাড়ি পেতে সমস্যা হবে ভেবে আজ একটু আগেই বের হয়েছি। কিন্তু রাস্তায় এসে যানবাহন চলাচল দেখে মনে হচ্ছে যাতায়াতের কোনো সমস্যা হবে না।
হরতালের বিষয়ে তিনি বলেন, দেশের নাগরিক হিসেবে আমরা কেউই এই হরতাল চাই না। তাই সরকারের কাছে অনুরোধ করে বলছি হরতাল যেন আর না হয় সেই ব্যবস্থা করুন।