দেশের স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে
র্যাব মহাপরিচালক বেনজির আহমেদ বলেছেন, সকল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আমাদের সবাইকে মনে রাখতে হবে এ দেশটি আমাদের সবার। এখানে শান্তিশৃঙ্খলা নিশ্চিত হলে দেশের উন্নতি হবে।
মঙ্গলবার দুপুরে বরিশাল নগরীর রূপাতলীতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৮ এর দশম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এর আগে তিনি র্যাব-৮ সদর দফতরে কেক কেটে দশম প্রতিষ্ঠাবার্ষিকীর আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের উদ্বোধন করেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর দক্ষ ও যোগ্য নেতৃত্বে দেশ আজ মধ্য আয়ের দেশে রূপান্তরিত হচ্ছে। উন্নত বিশ্বের জন্য তিনি যে স্বপ্ন আমাদের দেখাচ্ছেন তা বাস্তবায়নের জন্য স্থিতিশীল অবস্থা বজায় রাখার জন্য বার বার সবাইকে তাগাদা দিচ্ছেন।
অনুষ্ঠানে বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র আহসান হাবিব কামাল, বরিশাল রেঞ্জের ডিআইজি মো. হুমায়ন কবির, মেট্রো পুলিশ কমিশনার লুৎফর রহমান মন্ডল, র্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল জিয়াউল আহসান, র্যাব-৮ কমান্ডিং অফিসার লে. কর্নেল ফরিদুল আলম ও বরিশালের জেলা প্রশাসক ড. গাজী মো. সাইফুজ্জামান সহ সুধিবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে রাতে ব্যাটালিয়নের সদর দফতরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উল্লেখ্য, ২০০৬ সালের এই দিনে দক্ষিণাঞ্চলের ১১ জেলা নিয়ে র্যাব-৮ এর কার্যক্রম শুরু হয়।
সাইফ আমীন/এমএএস/আরআইপি