সিম নিবন্ধনের পরীক্ষামূলক উদ্বোধন কাল


প্রকাশিত: ০১:৪৪ পিএম, ২০ অক্টোবর ২০১৫

পরীক্ষামূলকভাবে বায়োমেট্রিক বা আঙ্গুলের ছাপ পদ্ধতিতে মোবাইল সিম নিবন্ধন কাল (বুধবার) থেকে শুরু হচ্ছে। প্রধানমন্ত্রীর তথ্য-প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এ পদ্ধতির উদ্বোধন করবেন। ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন।

তারানা হালিম জানান, বুধবার সকালে ডাক ও টেলিযোগাযোগ বিভাগে এ পদ্ধতির পরীক্ষামূলক উদ্বোধন করা হবে।  আগামী ১ নভেম্বর থেকে পরীক্ষামূলকভাবে গ্রাহকরা কাস্টমার কেয়ার থেকে বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধন করতে পারবেন। তবে আগামী ১৬ ডিসেম্বর থেকে বায়োমেট্রিক পদ্ধতিতে চূড়ান্তভাবে নিবন্ধন প্রক্রিয়া শুরু করবেন অপারেটররা।

তিনি আরো জানান, অপারেটরদের মধ্যে এ নিয়ে পারস্পরিক মতৈক্য হয়েছে। তবে সব অপারেটর নির্ধারিত সময়ে এ প্রক্রিয়া শুরু করবে।

ভুয়া পরিচয়ে অথবা নিবন্ধন না করে সিম কিনে  অপরাধকর্মে ব্যবহারের অভিযোগ বাড়তে থাকায় সম্প্রতি গ্রাহকদের তথ্য যাচাই ও সিম পুনঃনিবন্ধনের এ উদ্যোগ নেয়া হয়। এরপর মোবাইল গ্রাহকদের সিমের তথ্য যাচাইয়ে জাতীয় পরিচয়পত্রের তথ্য ভাণ্ডার ব্যবহারের প্রক্রিয়া শুরু হয়।

এসএ/জেডএইচ/এএইচ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।