শেষ হল আন্তর্জাতিক ফ্লাইট সেফটি সেমিনার
বাংলাদেশ বিমান বাহিনী ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) ব্যবস্থাপনায় দুই দিনব্যাপী আন্তর্জাতিক ফ্লাইট সেফটি সেমিনার শেষ হয়েছে।
মঙ্গলবার তেজগাঁওয়ের বিএএফ ফ্যালকন হলে সেমিরানটি অনুষ্ঠিত হয়। সেমিনারে বাংলাদেশসহ ১৫ দেশের মোট ১৫০ সদস্য অংশগ্রহণ করেন। মঙ্গলবার সন্ধ্যায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) সহকারী পরিচালক মো. নূর ইসলাম স্বাক্ষরিত একটি সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
দ্বিতীয় দিনের সেমিনার শেষে প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অবঃ) তারিক আহমেদ সিদ্দিক অংশগ্রহণকারীদের মধ্যে সার্টিফিকেট প্রদান করেন।
অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক, নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল এম ফরিদ হাবিব এবং প্রাক্তন বিমান বাহিনী প্রধানসহ ঊর্ধ্বতন, সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এআর/এএইচ/আরআইপি