খালেদা জিয়াকে লাল কার্ড দেখিয়েছে জনগণ : রেলমন্ত্রী


প্রকাশিত: ১১:০৪ এএম, ২০ অক্টোবর ২০১৫

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রাজনীতি থেকে দূরে সরে গেছেন। তাই জনগণ তাকে লাল কার্ড দেখিয়েছে। মঙ্গলবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ঢাকা সাব এডিটরস কাউন্সিল আয়োজিত এক আলোচনা সভায় রেলমন্ত্রী মুজিবুল হক এ কথা বলেন।

তিনি বলেন, তিনটি ভুলের কারণে খালেদা জিয়া রাজনীতি থেকে অনেক দূরে গেছেন। প্রথমত, ৫ জানুয়ারি বিএনপি নির্বাচনে না এসে। দ্বিতীয়ত, হরতালের নামে মানুষ পুড়িয়ে হত্যা এবং তৃতীয়ত, তার মদদে বিদেশি নাগরিক হত্যা।

বর্তমান সরকারকে সাংবাদিকবান্ধব উল্লেখ করে রেলমন্ত্রী বলেন, সাংবাদিকদের অবাধে কাজ করার স্বাধীনতা দিয়েছে সরকার। কিন্তু খালেদা জিয়ার আমলে সাংবাদিকরা ছিল নির্যাতিত, নিপীড়িত।

আয়োজক সংগঠনের সভাপতি নাসিমা আক্তার সোমার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন- বাংলাদেশ বিজনেস কাউন্সিল কুয়েতের আহ্বায়ক শহিদুল ইসলাম পাপুল, যমুনা টেলিভিশনের হেড অব নিউজ জাকারিয়া কাজল, লক্ষ্মীপুর জেলা ফাউন্ডেশনের চেয়ারম্যান সোলাইমান রুবেল ও সাংস্কৃতিক সম্পাদক আবুল কালাম প্রমুখ।

এএস/জেডএইচ/এএইচ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।