দুর্ঘটনায় শরীর থেকে যুবকের হাত বিচ্ছিন্ন


প্রকাশিত: ১০:৫৭ এএম, ২০ অক্টোবর ২০১৫

ঝিনাইদহের কোটচাঁদপুরে ট্রেনের ধাক্কায় যুবক বিশ্বজিৎ কুমারের (২৫) একটি হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। এ সময় আরো দুইজন আহত হয়েছেন। মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলা শহরের কলেজপাড়া রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, কোটচাঁদপুর উপজেলার জালালপুর গ্রামের নিরঞ্জন কুমারের মেয়ে শ্যামলী, তার ছেলে বিশ্বজিৎ কুমার এবং কালিগঞ্জ উপজেলার গোমরাইল গ্রামের কৃষ্ণ গোপালের ছেলে কনক (১৮)। আহতদের প্রথমে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে অবস্থার অবনতি হলে তাদের যশোর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নেয়া হয়।

কোটচাঁদপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহম্মেদ কবির চৌধুরী জানান, দুপুরে একটি শ্যালো ইঞ্জিনচালিত আলমসাধুতে করে কোটচাঁদপুর শহর থেকে জালালপুর বাজারে যাচ্ছিলেন তারা। পথিমধ্যে কলেজপাড়া রেলগেট পার হওয়ার সময় খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী চিত্রা এক্সপ্রেসটি আলমসাধুকে ধাক্কায় দেয়। এ সময় আলমসাধুতে থাকা যাত্রীরা রাস্তায় ছিটকে পড়েন এবং বিশ্বজিৎ কুমারের একটি হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে ও পরে অবস্থার অবনতি হলে তাদের যশোর ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নেয়া হয়।

এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।