ইন্সপেক্টর রাজুর মৃত্যুতে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের শোক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:২৭ পিএম, ২৪ মে ২০২০

করোনাভাইরাসে পুলিশের ইন্সপেক্টর রাজু আহমেদের মৃত্যুতে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম এবং সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জের এসপি মোহাম্মদ জায়েদুল আলম গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

তারা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

গণমাধ্যমে পাঠানো তাদের এক শোক বার্তায় বলা হয়, এই বীর পুলিশ সদস্য ‘কোভিড-১৯’ পজিটিভ হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত দেশ মাতৃকা ও জনসেবায় নিয়োজিত ছিলেন। তিনি ১৯৭৭ ঢাকায় জন্মগ্রহণ করেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে এমএসএস ডিগ্রি অর্জন করেন। ২০০৪ সালে বহিরাগত ক্যাডেট হিসেবে তিনি বাংলাদেশ পুলিশে যোগদান করেন। ২০১৬ সালে ইন্সপেক্টর পদে পদোন্নতি লাভ করেন। মেধাবী এই কর্মকর্তা ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম বিভাগে কর্মরত ছিলেন। চাকরি জীবনে তিনি বাংলাদেশ পুলিশ একাডেমি, পুলিশ হেডকোয়ার্টার্স, ডিএমপির প্রকেটশন বিভাগ, ওয়ারী বিভাগ ও রমনা বিভাগে দক্ষতার সঙ্গে কাজ করেছেন।

ইন্সপেক্টর রাজু আহমেদের মতো সম্মুখ যোদ্ধাদের অকাল প্রয়াণে বাংলাদেশ পুলিশ গর্বিত ও গভীরভাবে শোকাহত। তার এমন আত্মত্যাগ চিরস্মরণীয় হয়ে থাকবে।

উল্লেখ্য, রোববার (২৪ মে) সকাল ১০টার দিকে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি স্ত্রী, একপুত্র ও এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

এআর/এফআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।