সুনামগঞ্জে ১৯৩ বোতল মদ জব্দ


প্রকাশিত: ০৯:০১ এএম, ২০ অক্টোবর ২০১৫
ফাইল ছবি

সুনামগঞ্জের বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে ১৯৩ বোতল মদসহ ভারতীয় বিভিন্ন পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার ভোরে চিনাকান্দি সীমান্তের কাপনা এলাকা থেকে ১৪৩ বোতল অফিসার চয়েজ মদ, মাছিমপুর সীমান্তের কামনা এলাকা থেকে ৫০ বোতল অফিসার চয়েজ মদ, বিরেন্দ্রনগর সীমান্তের বাগলী এলাকা থেকে তিন মে. টন কয়লা ও বাঙালভিটা সীমান্তের গাড়পাড়া এলাকা থেকে ৬০০ পিস ভারতীয় কমলা জব্দ করা হয়েছে।  

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সুনামগঞ্জ ব্যাটালিয়ন-৮ এর উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ কামরুজ্জামান খান বিষয়টি নিশ্চিত করে জানান, জব্দকৃত পণ্যের মূল্য প্রায় তিন লাখ টাকা। বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে চোরাচালানিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি। সীমান্তে চোরাচালান প্রতিরোধ, অবৈধভাবে সীমান্ত পারাপার বন্ধসহ বিভিন্ন অপতৎপরতারোধে বিজিবি সদস্যরা তৎপর রয়েছে বলেও উপ-অধিনায়ক জানিয়েছেন।

এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।