স্টোর থেকে অ্যাপস সরাবে অ্যাপল


প্রকাশিত: ০৭:০৩ এএম, ২০ অক্টোবর ২০১৫

অ্যাপ স্টোর থেকে কয়েকশ’ অ্যাপস সরিয়ে ফেলার ঘোষণা দিয়েছে প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। প্রতিষ্ঠানটি জানিয়েছে, এসব অ্যাপে চীনা গোপন সফটওয়্যারের অস্তিত্ব পাওয়ার পর তারা এ সিদ্ধান্ত নিয়েছে। গোপন সফটওয়্যারের মাধ্যমে ব্যবহারকারীর ইমেইল ঠিকানার মতো ব্যক্তিগত তথ্য সংগ্রহ করা সম্ভব।

মোবাইল ফোন ব্যবহারকারীরা বিভিন্ন প্রয়োজন অনুযায়ী অ্যাপ স্টোর থেকে নামিয়ে অ্যাপ্লিকেশনগুলো ব্যবহার করে থাকেন। এর অনেক সফটওয়্যার ফোন নির্মাতা প্রতিষ্ঠানের বাইরে, বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠান সরবরাহ করে থাকে।

শীর্ষ প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠানটি জানিয়েছে, ইয়োমি নামের একটি বিজ্ঞাপনী সংস্থা এসব সফটওয়্যার সরবরাহ করেছে। এর মাধ্যমে অনুমতি ছাড়াই অ্যাপল অ্যাপ স্টোর ব্যবহারকারী গ্রাহকদের ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে প্রতিষ্ঠানটি অ্যাপলের নিয়মভঙ্গ করেছে।

মোবাইল গবেষণা একটি প্রতিষ্ঠান বলছে, অ্যাপলের অনুমোদনের বাইরে গিয়ে কোনো অ্যাপের কাজ করার মতো বিষয় এই প্রথম প্রকাশ্যে এলো।

এসআইএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।