মীর কাসেমের বিরুদ্ধে যত অভিযোগ


প্রকাশিত: ০২:৩৯ এএম, ০২ নভেম্বর ২০১৪

একাত্তরে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত দাবি করে জামায়াত নেতা মীর কাসেম অালীর বিরুদ্ধে অান্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ১৪ টি অভিযোগ এনেছে রাষ্ট্রপক্ষ। অভিযোগ অনুসারে, মীর কাসেম আলী একাত্তরে চট্টগ্রামে পাকিস্তানি সেনাদের সহযোগী বাহিনী আলবদর গঠনে নেতৃত্ব দিয়েছিলেন। ১৯৭১ সালে মীর কাসেম অালী ছিলেন ইসলামী ছাত্রসংঘের চট্টগ্রাম জেলা শাখার সভাপতি এবং চট্টগ্রাম অালবদর বাহিনীর কমান্ডার।

তারই নেতৃত্বে ও রাজাকারদের সহযোগিতায় চট্টগ্রামের কোতোয়ালি থানার পুরাতন টেলিগ্রাফ অফিস হিল রোডের মহামায়া ডালিম হোটেল, আছদগঞ্জে মোহাম্মদ পাঞ্জাবির ভবনের চামড়ার গুদাম, পাঁচলাইশ থানার সালমা মঞ্জিল প্রভৃতি জায়গায় নির্যাতন কেন্দ্র গড়ে ওঠে।

কাসেম অালীর বিরুদ্ধে গঠন করা ১১ ও ১২ নম্বর অভিযোগে আটজনকে অপহরণ করে আটকে রেখে নির্যাতনের পর হত্যার অভিযোগ আনা হয়। বাকি ১২টি অভিযোগে ২৪ জনকে নির্যাতনের অভিযোগ আনা হয়েছে। ৮ নভেম্বর থেকে ১৬ ডিসেম্বর বিজয়ের আগ পর্যন্ত এসব অপহরণ ও আটকে রেখে নির্যাতনের ঘটনা ঘটে। নির্যাতনের শিকার ২৪ জনের নাম এসব অভিযোগে উল্লেখ করা হয়।

অভিযোগগুলো হলো:
১. মাে. ওমর-উল ইসলাম চৌধুরীকে আটক ও নির্যাতন (৮ নভেম্বর)
২. লুৎফুর রহমান ফারুককে আটক ও নির্যাতন, অগ্নিসংযোগ (১৯ নভেম্বর)
৩. জাহাঙ্গীর আলম চৌধুরীকে আটক ও নির্যাতন (২২ বা ২৩ নভেম্বর)
৪. সাইফুদ্দিন খানকে আটক ও নির্যাতন (২৪ নভেম্বর)
৫. আব্দুল জব্বার মেম্বারকে আটক ও নির্যাতন (২৫ নভেম্বর)
৬. হারুন-অর-রশিদ খানকে আটক ও নির্যাতন (২৮ নভেম্বর)
৭. মো. সানাউল্লাহ চৌধুরীসহ তিনজনকে আটক ও নির্যাতন (২৭ নভেম্বর)
৮. নুরুল কুদ্দুসসহ চারজনকে আটক ও নির্যাতন (২৯ নভেম্বর)
৯. সৈয়দ মো. এমরানসহ ছয়জনকে আটক ও নির্যাতন (২৯ নভেম্বর)
১০. মো. জাকারিয়াসহ চারজনকে আটক ও নির্যাতন (২৯ নভেম্বর)
১১. জসিমসহ ছয়জনকে আটক, নির্যাতন ও হত্যা (একাত্তরের ঈদের পরদিন)
১২. রঞ্জিত দাস ও টুন্টু সেনকে নির্যাতন ও হত্যা (নভেম্বর মাসের যে কোনও দিন)
১৩. সুনীল কান্তি বর্ধনকে আটক ও নির্যাতন (নভেম্বর মাসের শেষে)
১৪. নাসিরউদ্দিন চৌধুরীকে আটক ও নির্যাতন (নভেম্বর মাসের শেষে)

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।