প্রথম ঘণ্টায় ডিএসইতে লেনদেন ৮৭ কোটি টাকা
সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার উভয় শেয়ারবাজারে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন চলছে। দেশের দুই স্টক এক্সচেঞ্জে বেড়েছে সব ধরণের সূচক। তবে টাকার অংকে লেনদেনে কিছুটা ধীরগতি লক্ষ্য করা যাচ্ছে। প্রথম ঘণ্টায় দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে টাকায় লেনদেন হয়েছে ৮৭ কোটি ৫১ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট।
বাজার পর্যালোচনায় দেখা গেছে, মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শুরুর প্রথম ঘণ্টায় সকাল সাড়ে ১১টায় প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১৫ পয়েন্ট বেড়ে চার হাজার ৬৫৯ পয়েন্টে অবস্থান করছে এবং শরীয়া সূচক ডিএসইএস ৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ১১৪ পয়েন্ট ও ডিএস৩০ সূচক ৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭৬৯ পয়েন্টে অবস্থান করছে।
এ সময়ে ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠান ও মিউচুয়াল ফান্ড ইউনিটগুলোর মধ্যে দর বেড়েছে ১৪৫টির, কমেছে ৭৫টির আর অপরিবর্তিত রয়েছে ৪৮টি প্রতিষ্ঠানের শেয়ারের।
অন্যদিকে একই সময়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক ২৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৮ হাজার ৬৩৯ পয়েন্টে। সিএসই৫০ সূচক ২ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৯ পয়েন্টে, সিএসই৩০ সূচক ৩৩ পয়েন্ট বেড়ে ১২ হাজার ৫৫৯ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ৪১ পয়েন্ট কমে ১৪ হাজার ১৯৮ পয়েন্টে অবস্থান করছে।
সিএসইতে মোট ১২৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৬২টির, কমেছে ৪৫টির আর অপরিবর্তিত রয়েছে ১৯টি কোম্পানির শেয়ার। টাকার অংকে সিএসইতে লেনদেন হয়েছে ৭ কোটি ৯২ লাখ টাকার।
এসআই/এআরএস/পিআর