জামায়াতের ৪৮ ঘণ্টার হরতাল চলছে
জামায়াতে ইসলামীর ডাকা দ্বিতীয় দফা টানা ৪৮ ঘণ্টার হরতাল চলছে। রোববার সকাল ৬টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত এ হরতাল চলবে।
জামায়াতে ইসলামীর আমীর মতিউর রহমান নিজামীকে মানবতাবিরোধী অপরাধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ডাদেশের প্রতিবাদে দুই দফায় তিন দিনের হরতাল আহ্বান করে দলটি। প্রথম দফায় বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত হরতাল পালন করে জামায়াতে ইসলামী।
এদিকে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মীর কাসেম আলীর মানবতাবিরোধী অপরাধের রায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ঘোষিত হচ্ছে রোববার। রায় বিপক্ষে গেলে জামায়াত আরও দুই দিনের (বুধ ও বৃহস্পতিবার) হরতাল দিতে পারে বলে জামায়াত সূত্র জানিয়েছে।