ক্যামেরুন হাইল্যান্ড আ.লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
মালয়েশিয়া ক্যামেরুন হাইল্যান্ড আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার ক্যামেরন হাইল্যান্ডের তানাহ রেতার বলরুমে সম্মেলনটি অনুষ্ঠিত হয়।
সম্মেলনের সভাপতিত্ব করেন নবগঠিত কমিটির সভাপতি বিল্লাল মাহমুদ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মালয়েশিয়া আওয়ামী লীগের আহ্বায়ক রেজাউল করিম রেজা বলেন, দেশ যখন এগিয়ে যাচ্ছে, তখন ষড়যন্ত্র চলছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন বিদেশ থেকে পুরস্কার নিয়ে আসছেন। তখনই একটি দলের মাথা খারাপ হয়ে গেছে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার কোনো অপশক্তির কাছে মাথা নত করবে না। বিশ্বের দরবারে শেখ হাসিনার সরকার মাথা উঁচু করে দাঁড়িয়েছে। বঙ্গবন্ধুর আদর্শকে ছড়িয়ে দিতে মালয়েশিয়ার প্রতিটি অঞ্চলে কমিটি গঠন করা হচ্ছে। কোনো ব্যাক্তি স্বার্থে নয় দেশের জনগণের এবং প্রবাসীদের কল্যাণে কাজ করতে আওয়ামীমনা সকলকে আহ্বান জানান তিনি।
অ্যাডভোকেট মিনহাজ উদ্দিন মিরানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দাতু সাবারি ছাদ, আবু বকর মসজিদের সহকারী ইমাম মুহাম্মদ সাহির, মালয়েশিয়া আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক ওহিদুর রহমান ওহিদ, রাশেদ বাদল, মাহতাব খন্দকার, মোস্তফা তালুকদার, শাহীন সরদার, হাফিজুর রহমান ডাবলু, হাবিবুর রহমান হাবিব, মালয়েশিয়া যুবলীগের সাবেক আহ্বায়ক।
এছাড়া আওয়ামী লীগ নেতা এ কামাল চৌধুরী, হুমায়ন কবির, শ্রী প্রদীপ কুমার বিশ্বাস, শ্রমিকলীগের আহ্বায়ক সোহেল বিন রানা, রঞ্জন কুমার ভৌমিক, যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য বিজন মজুমদার, নিরব হোসেন নিরব, ছাত্রলীগের আহ্বায়ক হুমায়ন কবির, হিরণ্য আরমান, সোহাগ সুমন ও মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের সভাপতি জিহাদুল ইসলাম চৌধুরী মিলন, জোহর বারু আওয়ামী লীগের সভাপতি জাকির হোসেন, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন।
নবগঠিত মালয়েশিয়া কৃষকলীগের আহ্বায়ক হারুন বিন আব্দুল রাজ্জাক, মালয়েশিয়াস্ত গোপালগঞ্জ জেলা সমিতি সভাপতি শওকত আলি তিনু, প্রচার সম্পাদক আল আমিন ডলার প্রমূখ। ত্রিবার্ষিক সম্মেলনে বিলাল মাহমুদকে সভাপতি ও পরশ আলিকে সাধারণ সম্পাদক করে ক্যামেরুন হাইল্যান্ড আওয়ামী লীগের ৫১ সদস্য বিশিষ্ঠ কমিটির নাম ঘোষণা করেন, মালয়েশিয়া আওয়ামীলীগের আহ্বায়ক রেজাউল করিম রেজা। অনুষ্ঠান শেষে কেক কেটে বঙ্গবন্ধুর ছোটছেলে শেখ রাসেলের জন্মদিন পালন করা হয়।
এসকেডি/পিআর