আজ মহাসপ্তমী


প্রকাশিত: ০৩:২৯ এএম, ২০ অক্টোবর ২০১৫

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দূর্গাপূজার মহাসপ্তমী আজ। এ উপলক্ষে মণ্ডপগুলোতে সকাল থেকে শুরু হয়েছে দেবী দূর্গার পূজা অর্চনা ও অঞ্জলী প্রদান।

অশুভ শক্তির বিনাশ ও বিশ্বের সকল প্রাণীর মঙ্গল কামনায় মঙ্গলবার সকাল সোয়া ৭টায়  শুরু হয় মহাসপ্তমী পূজা। এ সময় রাজধানীর বিভিন্ন মন্ডপে নারী-পুরষ একত্রিত হয়ে ফুল, বেলপাতা হাতে নিয়ে অঞ্জলী প্রদানের মধ্য দিয়ে দূর্গা মায়ের আর্শিবাদ প্রার্থনা করেন।

২১ অক্টোবর মহাষ্টমী, কুমারীপূজা, সন্ধিপূজা। ২২ তারিখ মহানবমী পূজা। সনাতন পঞ্জিকা মতে, এবার ২২ অক্টোবর একই দিনে মহানবমী ও বিজয় দশমী। তবে সারা দেশে ২৩ অক্টোবর বিজয়া শোভাযাত্রাসহকারে প্রতিমা বিসর্জনের সিদ্ধান্ত হয়েছে। মহালয়ার দিন থেকেই মূলত শুরু হয় দেবী দুর্গার আগমনধ্বনি।

এসকেডি/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।