টেকনাফে ৯ কোটি টাকার ইয়াবাসহ নৌকা জব্দ


প্রকাশিত: ০৪:৪১ পিএম, ১৯ অক্টোবর ২০১৫

কক্সবাজারের টেকনাফে নাফনদীর মোহনা থেকে ৯ কোটি টাকার ইয়াবাসহ নৌকা জব্দ করেছে বর্ডার র্গাড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধারকৃত ইয়াবার পরিমাণ প্রায় তিন লাখ পিস বলে জানিয়েছে বিজিবি সূত্র। এটি বিজিবি কর্তৃক উদ্ধার করা ইয়াবার চালানের মাঝে সর্ববৃহৎ বলেও উল্লেখ করেছেন ব্যাটালিয়ন কমান্ডার।

বিজিবি সূত্র জানায়, সোমবার রাতে নাফনদী মোহনার ঘোলারছড়া এলাকা দিয়ে মিয়ানমার থেকে ইয়াবার একটি চালান বাংলাদেশে প্রবেশের গোপন সংবাদ পায় বিজিবি। ৪২ বর্ডার র্গাড ব্যাটিলয়ান অধিনায়ক লে. কর্নেল আবু জার আল জাহিদের নেতৃত্বে টেকনাফ বিওপি চৌকির একটি বিশেষ টহলদল সেখানে অবস্থান নেয়।

এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে একটি কাঠের নৌকাসহ ইয়াবার প্যাকেটটি ফেলে পাচারকারীরা পালিয়ে যায়। পরে নৌকা থেকে দুইটি ইয়াবার প্যাকেট উদ্ধার করা হয়।

উদ্ধার ইয়াবাগুলো গনণা করে তিন লাখ পিস ইয়াবা পাওয়া যায়। যার আনুমানিক মূল্য ৯ কোটি টাকা বলে জানায় অভিযানকারীরা। উদ্ধার ইয়াবাগুলো ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে।

সায়ীদ আলমগীর/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।