ঢাকার ট্রাফিকের প্রধান হলেন আব্দুর রাজ্জাক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:৪৬ পিএম, ১৯ মে ২০২০

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিকের যুগ্ম পুলিশ কমিশনারের দায়িত্ব পেয়েছেন মো. আব্দুর রাজ্জাক। পাশাপাশি তাকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে অতিরিক্ত কমিশনারের দায়িত্বও দেয়া হয়েছে। এটি ডিএমপির ট্রাফিকের সর্বোচ্চ পদ।

মঙ্গলবার(১৯ মে) ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক আদেশের মাধ্যমে এ দায়িত্ব দেয়া হয়।

আদেশে বলা হয়, ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার ট্রাফিক (উত্তর) মো. আব্দুর রাজ্জাক নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে অতিরিক্ত পুলিশ কমিশনারের (ট্রাফিক) দায়িত্ব পালন করবেন।

ডিএমপি ট্রাফিকের সদ্যবিদায়ী অতিরিক্ত পুলিশ কমিশনার মফিজ উদ্দিন আহম্মেদ সম্প্রতি সিলেট রেঞ্জের ডিআইজি হিসেবে যোগদান করেছেন।

এআর/এএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।