জবির ওয়েবসাইট হ্যাক


প্রকাশিত: ০২:২৯ পিএম, ১৯ অক্টোবর ২০১৫

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট হ্যাকড হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছে শিক্ষার্থীরা।  

সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়টির সাইটি হ্যাক করেছে আর.ওয়ান. পি.এইচ ৪৭ নামের একটি হ্যাকার গ্রুপ।  সি ইউনিটের ভর্তি পরীক্ষার রেজাল্ট প্রকাশ করার কিছুক্ষণের মধ্যে হ্যাকড হয় সাইটটি ।

এ বিষয়ে জবির নেটওয়ার্ক অ্যান্ড আইটি দফতরের পরিচালক ড, উজ্জল কুমার আচার্য্য বলেন, কে বা কারা সাইটটি হ্যাক করেছে তা এখনো জানা যায় নি। তবে সাইটটি পুনরুদ্ধারের চেষ্টা চলছে ।

সুব্রত মণ্ডল/এসকেডি/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।