মাদ্রাসাছাত্র হত্যার দায়ে সুপারসহ ৩ জনের যাবজ্জীবন


প্রকাশিত: ০২:২৭ পিএম, ১৯ অক্টোবর ২০১৫

নীলফামারীতে এক মাদ্রাসাছাত্রকে হত্যা মামলায় সুপারসহ তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একইসঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা করে জারিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডাদেশ দেয়া হয়েছে। সোমবার বিকালে নীলফামারী অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. মাহবুবুল আলম এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, জলঢাকা উপজেলার বসুনিয়াপাড়া এজাহারিয়া জামিয়া দারুল উলুম হাফিজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক শওকত আলী (৫৮), সহকারী শিক্ষক মফিজুল ইসলাম (৩৩) এবং ওই মাদ্রাসার ছাত্র মনিরুজ্জামান (২৭)।

মামলার বিবরণে জানা যায়, শিক্ষকদের অসামাজিক কার্যকলাপ দেখে ফেলায় ২০০৭ সালের ১ জুলাই রাতে মাদ্রাসার ছাত্র ওয়াচ কুরুনীকে (১৪) বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় ২ জুলাই সন্ধ্যায় নিহতের বাবা আজিম উদ্দিন বাদী হয়ে তিনজনকে আসামি করে জলঢাকা থানায় একটি হত্যা মামলা করেন। মামলার দীর্ঘ শুনানি শেষে আদালত এই রায় প্রদান করেন।

জাহেদুল ইসলাম/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।