শিক্ষার্থীদের থেকে হাফ ভাড়া না নিলে ব্যবস্থা
বিআরটিসিসহ অন্যান্য বাসে শিক্ষার্থীদের কাছ থেকে হাফ ভাড়া না নিলে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সোমবার রাজধানীর বিআরটিসি কার্যালয়ে ডিপো ব্যবস্থাপকদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ভাড়া বৃদ্ধির পর থেকে শিক্ষার্থীদের কাছ থেকে হাফ ভাড়া নেয়া হচ্ছে না এ বিষয় অবহিত করলে ওবায়দুল কাদের বলেন, সরকারি পরিবহন বিআরটিসিসহ অন্যান্য বাসে শিক্ষার্থীদের কাছ থেকে হাফ ভাড়া নিতে হবে। না নিলে সঙ্গে সঙ্গে অভিযোগ করবেন ব্যবস্থা নেয়া হবে।
বৈঠকে ডিপো ব্যবস্থাপকদের উদ্দেশে তিনি বলেন, বিভিন্ন রুটে বিআরটিসি অতিরিক্ত ভাড়া আদায় করছে। এ সব অচিরেই বন্ধ করতে হবে। না হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এ সময় বিশেষায়িত বাস সম্পর্কে বিআরটিসির চেয়ারম্যান মিজানুর রহমানের কাছে জানতে চান মন্ত্রী। জবাবে মিজানুর রহমান জানান, ১৬টি রুটে ১৩টি বিশেষায়িত মহিলা বাস চলাচল করছে। এছাড়া বিআরটিসির সব বাসে মহিলাদের জন্য সংরক্ষিত আসন রয়েছে।
এসএইচএস/পিআর