সংসদের কর্মকর্তাদের জন্য নির্মাণাধীন ভবন পরিদর্শন করলেন স্পিকার


প্রকাশিত: ০১:৫২ পিএম, ১৯ অক্টোবর ২০১৫

জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের জন্য রাজধানীর শেরে বাংলা নগরে নির্মাণাধীন ৪৪৮টি ফ্ল্যাট বিশিষ্ট ভবন প্রকল্প পরিদর্শন করেছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

সোমবার তিনি প্রকল্পটির বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এসময় স্পিকার যথাসময়ে ফ্ল্যাটগুলো হস্তান্তরের লক্ষ্যে প্রকল্পের কাজ দ্রুত শেষ করার তাগিদ দেন। একইসঙ্গে প্রকল্প এলাকায় কমিউনিটি সুবিধা বৃদ্ধিসহ ডে-কেয়ার সেন্টার তৈরিরও পরামর্শ দেন তিনি।

শেরে-বাংলা নগরে ৫ দশমিক ১০ একর জমির উপর নির্মাণাধীন এই প্রকল্পের সংশোধিত মূল্য ধরা হয়েছে ২১ হাজার ৮৪৭ দশমিক ১৪ লাখ টাকা। ২০১৬ সালের জুন মাসে প্রকল্পটির নির্মাণ কাজ সম্পন্নের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

প্রকল্প এলাকায় ১৫ তলা ভিত বিশিষ্ট ৮টি ভবনে মোট ৪৪৮ টি ফ্ল্যাট নির্মাণ করা হবে। এসময় জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এইচএস/এসকেডি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।