রাজৈরে আ. লীগের কমিটি গঠনকে কেন্দ্র করে সংঘর্ষ


প্রকাশিত: ০১:৪৭ পিএম, ১৯ অক্টোবর ২০১৫

মাদারীপুরের রাজৈর উপজেলার বদরপাশা ইউনিয়নের ওয়ার্ড কমিটি গঠনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় অন্তত পাঁচজন আহত হয়েছেন। সোমবার দুপুরে উপজেলা চত্বরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রাজৈর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল মোতালেব মিয়ার সভাপতিত্বে উপজেলা লাইসিয়ামে বদরপাশা ইউনিয়নের ২ ও ৩ নং ওয়ার্ডের সম্মেলন শুরু হয়। সম্মেলন শেষের দিকে কমিটি গঠনের সময় আওয়ামী লীগের সমর্থক লাল মিয়ার পক্ষ হয়ে বিএনপির দুই সমর্থক মোয়াজ্জেম ও মনির কথা বলে।

বিএনপির সমর্থক কথা বলায় বদরপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওয়ামী লীগের উপজেলা সমাজকল্যাণ সম্পাদক আবুল হোসেন সাগুর ছোট দুই ভাই উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এমদাদুল হক পাট্টু ও শহিদুল হক প্রতিবাদ করে।

এ সময় লাল মিয়ার সঙ্গে এমদাদুল হক পাট্টু ও শহিদুল হকের কথা কাটাকাটি হয়। আর এরই সূত্র ধরে দুই পক্ষের মধ্যে সংর্ঘষ বাধে। এ সময় শহিদুল ও দেলোয়ার মাতুব্বরসহ পাঁচজন আহত হন। পরে তাদের রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ও প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় উত্তেজনা থাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

রাজৈর উপজেলা পরিষদের চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সংঘর্ষের ঘটনাটি সম্পূর্ণ অনাকাঙ্খিত।

রাজৈর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন ভূইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এ কে এম নাসিরুল হক/এআরএ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।