আমেরিকা থেকে অস্ত্র কিনবে না ইসরাইল


প্রকাশিত: ০২:০৭ পিএম, ০১ নভেম্বর ২০১৪

আমেরিকার কাছ থেকে সামরিক বিমান কেনার একটি পরিকল্পনা বাতিল করে দিয়েছে ইহুদিবাদী ইসরাইল। এ বিষয়টিকে ওয়াশিংটন-তেলআবিব সম্পর্কে টানাপড়েন বেড়ে যাওয়ার ইঙ্গিত বলে মনে করছেন বিশ্লেষকরা।


ইসরাইলি গণমাধ্যমে প্রকাশিত খবরে জানা গেছে, ইসরাইলের যুদ্ধমন্ত্রী মোশে ইয়ালোন ওয়াশিংটনের কাছ থেকে ছয়টি ভি-২২ ওসপ্রে বিমান কিনার পরিকল্পনা বাতিল করে দিয়েছেন। ২০১৩ সালের এপ্রিলে এ সামরিক বিমান কেনার জন্য আমেরিকার সঙ্গে আলোচনা শুরু করেছিল ইসরাইল। অবশ্য এ ব্যাপারে লিখিত কোনো চুক্তি হয়নি।


মার্কিন বিমান কেনার পরিকল্পনা বাতিলের কারণ হিসেবে ইয়ালোন দাবি করেছেন, বাজেট ঘাটতির পাশাপাশি যুদ্ধাস্ত্র ও সামরিক সরঞ্জাম আধুনিকায়নের নীতিতে পরিবর্তন আনার কারণে এ পদক্ষেপ নেয়া হয়েছে। তবে বিশ্লেষকরা বলছেন, আমেরিকা ও ইহুদিবাদী ইসরাইলের সম্পর্কের অবনতি হওয়ার কারণে এ পদক্ষেপ নিয়েছে তেলআবিব। একজন সিনিয়র মার্কিন কর্মকর্তা ইহুদিবাদী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে `ঘৃনিত ব্যক্তি` হিসেবে উল্লেখ করার পর সম্পর্কের এ অবনতি হয়।

 

জর্দান নদীর পশ্চিম তীরের ফিলিস্তিনি ভূমিতে আরো এক হাজার অবৈধ বসতি নির্মাণের যে পরিকল্পনা তেলআবিব হাতে নিয়েছে তা নিয়ে সম্প্রতি ইসরাইলি ও মার্কিন কর্মকর্তাদের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে। ইসরাইলের এ সম্প্রসারণ নীতির নিন্দা জানিয়ে ওয়াশিংটন যে বক্তব্য দিয়েছে তার সমালোচনা করে নেতানিয়াহু দাবি করেছেন, মার্কিন কর্মকর্তারা `বাস্তবতা` থেকে অনেক দূরে রয়েছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।