পাঁচ ভাইসহ এস আলম পরিবারের ছয়জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ১২:৫৩ পিএম, ১৮ মে ২০২০

দেশের শীর্ষস্থানীয় শিল্প গ্রুপ এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদের পাঁচ ভাইসহ পরিবারের ৬ সদস্যের দেহে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে।

রোববার (১৭ মে) রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজের ল্যাবে নমুনা পরীক্ষা শেষে এ তথ্য পায় স্বাস্থ্য বিভাগ। এরপরই রাত সাড়ে ১২টায় সাইফুল আলম মাসুদের পরিবারের বসবাস করা সুগন্ধা আবাসিকের ভবনটি লকডাউন করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন নগর পুলিশের উপকমিশনার (উত্তর) বিজয় বসাক।

করোনা আক্রান্তরা হলেন এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদের পাঁচ ভাই যথাক্রমে এস আলম গ্রুপের ভাইস চেয়ারম্যান আবদুস সামাদ (লাবু), একই গ্রুপের মালিকানাধীন এনআরবি গ্লোবাল ব্যাংকের পরিচালক মোরশেদুল আলম। এস আলম গ্রুপের পরিচালক রাশেদুল আলম। ইউনিয়ন ব্যাংকের চেয়ারম্যান ও এস আলম গ্রুপের পরিচালক মোহাম্মদ শহীদুল আলম। এস আলম গ্রুপের পরিচালক ওসমান গণি এবং ফারজানা পারভীন নামে পরিবারের একজন গৃহকর্মী।

রোববার (১৭ মে) চট্টগ্রামের তিনটি ল্যাবে ৪৭০টি নমুনা পরীক্ষায় চট্টগ্রাম বিভাগে আরও ৭৩ জন করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়। তাদের মধ্যে তিনজন চিকিৎসক ও দুজন পুলিশ সদস্য রয়েছেন। এ দিনের তথ্যমতে চট্টগ্রাম জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৭৮৯ জনে।

এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১০০ জন। আইসোলেশনে আছেন ১৫৯ জন রোগী।

করোনায় সবশেষ ২৪ ঘণ্টায় মারা গেছেন ৪ জন। এ নিয়ে চট্টগ্রামে করোনায় মোট মৃতের সংখ্যা ৩৬ জনে দাঁড়ালো। এ ছাড়া করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন ২০ জনের বেশি নারী-পুরুষ।

জেডএ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।