সেনানিবাসের ভূমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতের সুপারিশ


প্রকাশিত: ১২:২০ পিএম, ১৯ অক্টোবর ২০১৫

দেশের বিভিন্ন জায়গায় অবস্থিত সেনানিবাস এলাকার ভূমির সর্ব্বোচ্চ ব্যবহার নিশ্চিতের সুপারিশ করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

পাশাপাশি সেনানিবাসে ঊর্ধ্বমুখী ভবন নির্মাণের জন্য কর্তৃপক্ষকে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়। এছাড়াও বসবাসরত জনগণের ভোগান্তি লাঘবের জন্য সেনানিবাস এলাকার ভূমির মালিকানা ও ফ্ল্যাট দ্রুততার সঙ্গে হস্তান্তরের অনুমতি দেয়ার সুপারিশ করে কমিটি।
   
জাতীয় সংসদ ভবনে সোমবার অনুষ্ঠিত কমিটির ১৩তম বৈঠকে এ সুপারিশ করা হয়। কমিটির সভাপতি মোহাম্মদ সুবিদ আলী ভূঁইয়া বৈঠকে সভাপতিত্ব করেন।  কমিটির সদস্য মুহাম্মদ ফারুক খান এবং হোসনে আরা বেগম বৈঠকে অংশগ্রহণ করেন।  

বৈঠকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের চলমান গুরুত্বপূর্ণ কার্যাবলী ও সিদ্ধান্তসমূহ বৈঠকে উপস্থাপন করা হয় এবং এ বিষয়ে আলোচনা  করা হয়। ১২তম বৈঠকে গৃহীত সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন অগ্রগতি প্রতিবেদন বৈঠকে উপস্থাপন করা হয় এবং এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকে সামরিক ভূমি ও সেনানিবাস  অধিদফতর (সাভূসে) কে আধুনিকায়নের লক্ষে গৃহীত পদক্ষেপের ওপর বিস্তারিত তথ্য সম্বলিত একটি মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়। বৈঠকে কমিটি সামরিক ভূমির দখল ও মালিকানা নিশ্চিত করার পাশাপাশি পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে গৃহীত সিদ্ধান্তসমূহ দ্রুত বাস্তবায়নের সুপারিশ করে।

বৈঠকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কাজী হাবিবুল আউয়াল, তিন বাহিনীর ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।

এইচএস/এসকেডি/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।