শিল্প ও শ্রম মন্ত্রণালয়ে নতুন সচিব

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৫৮ পিএম, ১৭ মে ২০২০

শিল্প মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় নতুন সচিব নিয়োগ দেয়া হয়েছে। রোববার (১৭ মে) এই নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব কে এম আলী আজমকে শিল্প মন্ত্রণালয় সচিব হিসেবে বদলি করা হয়েছে।

বিজ্ঞাপন

অপরদিকে এনজিও বিষয়ক ব্যুরো মহাপরিচালক (অতিরিক্ত সচিব) কে এম আব্দুস সালামকে পদোন্নতি দিয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। শিল্প মন্ত্রণালয় সচিব আব্দুল হালিম অবসরে যাচ্ছেন।

এদিকে, অপর আদেশে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী সদস্য (অতিরিক্ত সচিব) মহসিনা ইয়াসমিনকে গ্রেড-১ পদে পদোন্নতি দিয়ে এনজিও বিষয়ক ব্যুরো মহাপরিচালক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

চুক্তিতে কৃষি ব্যাংকের মহাব্যবস্থাপক আজিজুল বারী-

বাংলাদেশ কৃষি ব্যাংকের অবসরোত্তর ছুটিভোগরত কর্মকর্তা মো. আজিজুর বারীকে পরবর্তী দুই বছরের জন্য ব্যাংকটির মহাব্যবস্থাপক পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়েছে। অভোগকৃত অবসরোত্তর ছুটি স্থগিতের শর্তে যোগদানের তারিখ থেকে এই নিয়োগ কার্যকর হবে বলে আদেশে উল্লেখ করা হয়েছে। কৃষি ব্যাংকের মহাব্যবস্থাপক পদে থাকাকালীন সম্প্রতি অবসরোত্তর ছুটিতে যান আজিজুল বারী।

আরএমএম/এফআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।