উত্তরায় অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত আটক


প্রকাশিত: ১২:০৯ পিএম, ১৯ অক্টোবর ২০১৫

রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকায় অভিযান পরিচালনা করে ৩ ডাকাতকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা ও অপরাধতথ্য বিভাগ। রোববার রাত সাড়ে ৯টার দিকের তাদের আটক করা হয়। আটককৃতরা হলো- মো. ইসরাফিল, মো. বাবু ও মিজানুর রহমান।

এ সময় তাদের হেফাজত হতে ৬ রাউন্ড গুলিসহ ১টি রিভলবার ও ১টি প্রাইভেটকার এবং ১টি ধারালো চাকু উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন- ডিএমপি’র উপকমিশনার (মিডিয়া) মুনতাসিরুল ইসলাম। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি উত্তরের একটি দল তাদের আটক করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানায়, তারা রাজধানীসহ ঢাকার আশপাশ এলাকায় ডাকাতি, ছিনতাইসহ বিভিন্ন ধরনের সন্ত্রাসীমূলক কর্মকাণ্ড করে আসছে। ঘটনার দিন তারা উত্তরা পশ্চিম থানা এলাকায় নর্থ টাওয়ার কাছে ডাকাতি সংঘটনের প্রস্তুতি নিচ্ছিল। এ বিষয়ে উত্তরা পশ্চিম থানায় দুটি পৃথক পৃথক মামলা রুজু হয়েছে।

ডিবি (উত্তর) উপ-কমিশনার শেখ নাজমুল আলমের নির্দেশনায়, এডিসি মাহফুজুল ইসলামের তত্ত্বাবধানে সহকারী পুলিশ কমিশনার তারিকুল ইসলাম এ অভিযান পরিচালনা করেন।

জেইউ/এসএইচএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।