বিজ্ঞানীদের চাকরির বয়স নিয়ে সুনির্দিষ্ট প্রস্তাবের নির্দেশ


প্রকাশিত: ১১:৪৩ এএম, ১৯ অক্টোবর ২০১৫

বিজ্ঞান গবেষকদের চাকরি থেকে অবসরের বয়স চূড়ান্ত করার বিষয়ে সুনির্দিষ্ট প্রস্তাব দিতে বলেছে মন্ত্রিসভা।

সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এক্ষেত্রে দেশে কী নীতি অনুসরণ করা হয় এবং আশেপাশের দেশের নিয়মের ভিত্তিতে প্রস্তাব দিতে বলা হয়।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের এতথ্য জানান। মন্ত্রিসভার বৈঠকে আইনমন্ত্রী আনিসুল হক বিষয়টি তুলে ধরেছেন বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ আইন যখন মন্ত্রিসভায় আসে, তখন মন্ত্রিসভার নির্দেশনা ছিল বিজ্ঞানীদের চাকরি থেকে অবসর নেওয়ার বিষয়টি বিবেচনা করে দেখতে হবে।

তিনি আরো বলেন, এ বিষয়টি আইন মন্ত্রণালয়ের গেছে, তারা সভা করেছেন যাতে কোনো আইনি জটিলতা না হয়, কীভাবে এটা করা যায় এবং যে উদ্দেশ্যে মন্ত্রিসভা এ সিদ্ধান্ত নেয় সে উদ্দেশ্য কীভাবে অর্জন করা যায়, তার ভিত্তিতে বিজ্ঞান গবেষকদের চাকরি থেকে অবসরের বয়স বাড়ানোর ক্ষেত্রে কী পদক্ষেপ গ্রহণ করা যায় এ নিয়ে পরামর্শ দিয়েছে মন্ত্রিসভা।
 
বিশ্বের অন্যান্য দেশে বিশেষ করে পার্শ্ববর্তী দেশে এক্ষেত্রে কী নীতি অনুসরণ করা হয়, কী নিয়ম-কানুন, প্র্যাকটিস আছে তা দেখে সুনির্দিষ্ট প্রস্তাব নিয়ে আসতে বলা হয়েছে।

এসএ/এসকেডি/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।