জীবননগরে গরু চোরকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ


প্রকাশিত: ১১:১৫ এএম, ১৯ অক্টোবর ২০১৫

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় দুই গরু চোরকে আটকের পর গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। সোমবার দুপুর ১২টার দিকে রায়পুর ইউনিয়নের পুরন্দপুর এলাকায় এ ঘটনা ঘটে।

আটকরা হলেন, একই গ্রামের আশাদুলের ছেলে ছানোয়ার হোসেন ও ঝিনাইদহ সদর উপজেলার রাখারাইল গ্রামের দাউদ আলীর ছেলে আক্তার হোসেন।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ভোরে উপজেলার পুরন্দপুর গ্রামের ছাব্দার আলীর বাড়িতে ৫/৬ জন সংঘবদ্ধ চোর গরু চুরি করতে প্রবেশ করে। এ সময় বাড়ির সদস্যরা তাদের দেখে চিৎকার দিলে এলাকাবাসী ছানোয়ার হোসেন ও আক্তার হোসেনকে আটক করে গণধোলাই দিয়ে বেঁধে রাখে। এরপর এলাকাবাসী জীবননগর থানায় খবর দেয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

জীবননগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

সালাউদ্দিন কাজল/এআরএ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।