‘ভালোবাসার উপহার’ নিয়ে তাঁত শ্রমিকদের পাশে তামাই ক্লাব

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:৫০ এএম, ১৭ মে ২০২০

ঘুরছে না তাঁতের চাকা। করোনাভাইরাসের কারণে সবকিছু বন্ধ, ফলে কোনো কাজ নেই। জমানো টাকাও নেই, তাই জুটছে না তাঁত শ্রমিকদের খাবার। এ অবস্থায় মানুষ মানুষের জন্য এই তাগিদ থেকে তাদের পাশে দাঁড়িয়েছে ‘তামাই ক্লাব’।

স্থানীয় উদ্যমী, পরিশ্রমী ও স্বপ্নবাজ তরুণরা সংগঠিত হয়ে চরম দুর্দিনে বিপাকে পড়া সিরাজগঞ্জের বেলকুচি ও শাহজাদপুরসহ বিভিন্ন তাঁত পল্লীর কারিগরদের পাশে দাঁড়িয়েছে। এ ক্লাবের সদস্যরা অসহায়দের তালিকা করে প্রতিটি তাঁত পল্লীর শ্রমিকের ঘরে ঘরে পৌঁছে দিচ্ছেন খাদ্য সহায়তা।

ক্লাবটির পক্ষ থেকে জানানো হয়, স্থানীয় তাঁত পল্লীর শ্রমিকদের অসহায়ত্বের কথা বিবেচনা করেই ইতোমধ্যে দুই দফায় প্রায় দুই হাজার পরিবারকে অন্তত পাঁচদিনের খাবারের ব্যবস্থা করে দিয়েছেন তারা। যেগুলোকে ত্রাণ নয়, ভালোবাসার উপহার হিসেবে উল্লেখ করছেন তারা। ভালোবাসার প্যাকেটে উপহার হিসেবে আছে ৬ কেজি চাল, এক কেজি ডাল, এক কেজি আলু, এক কেজি চিনি, এক লিটার তেল, এক কেজি পেঁয়াজ, এক প্যাকেট সেমাই ও হাফ কেজি লবণ দিয়েছেন।

jagonews24

আগামী দু-একদিনের মধ্যে আরও প্রায় এক হাজার তাঁত পল্লীর শ্রমিক পরিবারের পাশে দাঁড়াবে তামাই ক্লাব। ইতোমধ্যে প্রস্তুত হয়েছে কর্মহীনদের তালিকা। এখন রাতের আঁধারে নীরবে-নিভৃতে তাদের ঘরে ভালোবাসার উপহার পৌঁছে দেয়ার অপেক্ষায় রয়েছেন তারা।

তামাই ক্লাবের আহ্বায়ক রিশাদ মোর্শেদ এ বিষয়ে বলেন, করোনাভাইরাসের প্রাদুর্ভাবে কর্মহীন ও অসহায় তাঁত শ্রমিকরা কঠিন বাস্তবতার মুখে পড়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সংকটকালে মানবতার হাত বাড়িয়ে দেয়ার আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী বলেছেন, মনুষ্যত্ববোধের পরিচয় বিপদেই দিতে হয়। আমি মনে করি সবাই যদি নিজ নিজ অবস্থান থেকে বিপন্ন ও অসহায় মানুষের পাশে দাঁড়ান তাহলে তাঁত শ্রমিকদের কঠিন মুহূর্ত জয় করা সম্ভব।

এএস/এএফ/এমএসএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।