কক্সবাজারে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার


প্রকাশিত: ১০:৫২ এএম, ১৯ অক্টোবর ২০১৫

কক্সবাজার-টেকনাফ সড়কের রামুর মরিচ্যা যৌথ চেকপোস্ট এলাকায় অভিযান চালিয়ে ৩৩ লাখ টাকা মূল্যের প্রায় ১১ হাজার পিস ইয়াবাসহ একটি মাইক্রোবাস জব্দ করেছে বিজিবি। সোমবার দুপুরে এ অভিযান চালানো হয়।

কক্সবাজার-১৭ বিজিবি অধিনায়ক মো. রবিউল ইসলাম জানান, মরিচ্যা যৌথ চেকপোস্টের নায়েব সুবেদার মো. জাকির হোসেনের নেতৃত্বে বিজিবি সদস্যারা রামু তুলাবাগান এলাকায় একটি মাইক্রোবাসে (চট্টমেট্টো-চ-১১-৫২৩১) তল্লাশি চালায়। এ সময় মাইক্রোবাস থেকে করে ১০ হাজার ৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে মাইক্রোবাসটিও জব্দ করা হয়।

জব্দকৃত ইয়াবার বাজার মূল্য প্রায় ৩২ লাখ ৪০ হাজার এবং মাইক্রোবাসের মূল্য ১০ লাখ টাকা বলে উল্লেখ করেন বিজিবির এক কর্মকর্তা।

বিজিবি গাড়িটি থামানোর নির্দেশ দিলে চালক গাড়ি থামিয়ে দ্রুত পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। ইয়াবাগুলো ব্যাটালিয়ন সদরে জমা রেখে মাইক্রোবাসটি স্থানীয় শুল্ক গুদামে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

সায়ীদ আলমগীর/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।