বিদ্যুৎ-গ্যাসের দাম : রিট তালিকা থেকে বাদ
বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়ানোর বিষয়ের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট আবেদনটি কার্যতালিকা থেকে বাদ দিয়েছেন করেছেন হাইকোর্ট। একইসঙ্গে এ আবেদনটি হাইকোর্টের নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দিয়েছেন আদালত। সোমবার বিচারপতি মিফতাহ উদ্দিন চৌধুরী ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত অবকাশকালীন বেঞ্চ এই আদেশ দেন।
আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, তাকে সহযোগিতা করেন অ্যাডভোকেট ওয়াজিউল্লাহ ও মোহাম্মাদ সাইফুল আলম।
সাইফুল আলম বলেন, আবেদনটি ‘আউট অব লিষ্ট’ করেছেন আদালত। একইসঙ্গে এ আবেদনটি হাইকোর্টের নিয়মিত
বেঞ্চে শুনানির জন্য বলেছেন।
গত ১৪ অক্টোবর রিট আবেদন করেন কনজুমারস অ্যাসেসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর পক্ষে আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মাদ সাইফুল আলম। রিটে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) কে বিবাদী করা হয়।
গত ২৭ আগস্ট বিদ্যুতের দাম গড়ে ২.৯৩ এবং গ্যাসের দাম ২৬.২৯ শতাংশ বৃদ্ধি করে বিইআরসি। যা ১ সেপ্টেম্বর থেকে কার্যকর হয়েছে। কিন্তু বিদ্যুতের এই দাম বৃদ্ধিকে অযৌক্তিক ও বে-আইনি বলে দাবি করে আসছে ক্যাব।
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) আইনে বলা হয়েছে, দাম বৃদ্ধির প্রস্তাবের উপর গণশুনানির ৯০ দিনের মধ্যে আদেশ দিতে হবে। কিন্তু ২৭ আগস্ট যে আদেশ দেয়া হয়েছে সে বিষয়ে বিদ্যুৎ গণশুনানি হয়েছে জানুয়ারিতে, আর গ্যাসের গণশুনানি হয়েছে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে। সে হিসেবে ১৮০ দিন পর আদেশ দিয়েছে বিইআরসি। এ আদেশ আইনগতভাবে সঠিক হয়নি। যে কারণে ক্যাব প্রথম থেকেই এর বিরোধিতা করে আসছে। প্রথমে বিইআরসির কাছে আবেদন করেছিল। সেখান থেকে কোন সাড়া নেই, যে কারণে রির্ট দায়ের করা হয়েছে।
এফএইচ/জেডএইচ/পিআর