নাটোরে কলেজের পুকুরে বিষ দিয়ে মাছ নিধন


প্রকাশিত: ০৮:৩২ এএম, ১৯ অক্টোবর ২০১৫

নাটোরের বাগাতিপাড়ায় উপজেলার তকিনগর আইডিয়াল হাইস্কুল অ্যান্ড কলেজের পুকুরে বিষ দিয়ে মাছ মেরে ফেলেছে  দুবৃর্ত্তরা। রোববার রাতে উপজেলার তকিনগর আইডিয়াল হাইস্কুল অ্যান্ড কলেজের পুকুরে এ ঘটনা ঘটে।

কলেজ কর্তৃপক্ষ জানায়, চলতি বছর তিন বিঘা আয়তনের পুকুরে কলেজের পক্ষ থেকে প্রায় অর্ধলক্ষাধিক টাকার মাছের পোনা ছাড়া হয়। কে বা কারা রোববার রাতে ওই পুকুরে বিষ প্রয়োগ করে। এতে পুকুরের সমস্ত মাছ মারা গেছে। এতে প্রায় সাড়ে তিন লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন কর্তৃপক্ষ।

কলেজের অধ্যক্ষ মকবুল হোসেন জানান, এটি একটি সিন্ডিকেট দলের কাজ। তাদের সনাক্ত করে আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান তিনি।

বাগাতিপাড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান জাগো নিউজকে জানান, এ বিষয়ে তার কাছে কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

রেজাউল করিম রেজা/এমজেড/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।