চাল ক্রয়ের সময়সীমা বৃদ্ধির দাবিতে মানববন্ধন


প্রকাশিত: ০৭:৪৫ এএম, ১৯ অক্টোবর ২০১৫

নেত্রকোনায় সরকার নির্ধারিত চাল ক্রয়ের সময়সীমা বৃদ্ধির দাবিতে জেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ের সামনে সোমবার দুপুরে মানববন্ধন করেছে জেলা চালকল মালিক সমিতি।

মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা চালকল মালিক সমিতির সভাপতি এইচ.আর খান পাঠান সাকি, সাধারণ সম্পাদক উজ্জল সাহা রায়, হাজী সেলিম, জীবন সাহা, ফেরদৌস আহম্মদ, মুক্তিযোদ্ধ পরিমল সরকার, অধ্যাপক রণজিত সাহাসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা এসময় জানান, ১৩ হাজার ৪শ মেট্রিকটন আতপ চাল কেনার কথা থাকলেও মাত্র আট হাজার মেট্রিকটন চাল কিনেই ক্রয় বন্ধ করে দিয়েছে জেলা খাদ্য নিয়ন্ত্রক। এতে চালকল মালিকরা ক্ষতির মুখে পড়েছেন বলে দাবি তাদের।
মানববন্ধনে ৩১ অক্টোবর পর্যন্ত চাল ক্রয়ের নির্দেশ দেয়ার জন্য সরকারের প্রতি দাবি জানান তারা।

তবে জেলা খাদ্য নিয়ন্ত্রক রাফিজ উদ্দিন জাগো নিউজকে জানান, সরকারের নির্দেশ মতো ৭ অক্টোবর পর্যন্ত চাল ক্রয় করা হয়েছে। সংরক্ষণেরও জায়গার সমস্যা থাকায় আর চাল ক্রয় সম্ভব হচ্ছে না।

কামাল হোসাইন/এমজেড/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।