বেড়েছে স্বেচ্ছাধীন তহবিল


প্রকাশিত: ০৭:১৯ এএম, ১৯ অক্টোবর ২০১৫

বেতন বেড়েছে প্রধানমন্ত্রী, জাতীয় সংসদের স্পিকার, মন্ত্রী, ডেপুটি স্পিকার, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী ও সংসদ সদস্যদের। সেই সঙ্গে বেড়েছে স্বেচ্ছাধীন তহবিলও। সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এ সংক্রান্ত আইন অনুমোদন দেয়া হয়।

অনুমোদিত কাঠামো অনুযায়ী- প্রধানমন্ত্রীর স্বেচ্ছাধীন তহবিল ১ কোটি টাকা থেকে বেড়ে দেড় কোটি হয়েছে, স্পিকারের স্বেচ্ছাধীন তহবিল সাড়ে চার লাখ টাকা থেকে বেড়ে ১১ লাখ টাকা হয়েছে, মন্ত্রীদের ৪ লাখ থেকে বেড়ে ১০ লাখ টাকা হয়েছে, ডেপুটি স্পিকারেরও ৪ লাখ টাকা থেকে বেড়ে ১০ লাখ হয়েছে, প্রতিমন্ত্রীদের ৩ লাখ টাকা থেকে বেড়ে হয়েছে সাড়ে ৭ লাখ টাকা, উপমন্ত্রীদের ৩ লাখ থেকে বেড়ে ৫ লাখ, সংসদ সদস্যদেরও ৩ লাখ টাকা থেকে বেড়ে ৫ লাখ টাকা হয়েছে।

এসএ/এসএইচএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।