পাওয়া যাচ্ছে হাবিব-সুনিধির কনসার্টের টিকিট
জনপ্রিয় বলিউড গায়িকা সুনিধি চৌহান মিলে শীতের শুরুতেই দেশের সংগীতাঙ্গন মাতাতে ঢাকায় আসছেন। ‘উইন্টার ব্লাস্ট ২০১৫ ঢাকা’ কনসার্ট এ নিজের সেরা গানগুলো পরিবেশন করবেন তিনি। আর তার সঙ্গে থাকবেন দেশের সবচেয়ে জনপ্রিয় ‘মিউজিক স্টার’ হাবিব ওয়াহিদ।
দুই দেশের দুই জনপ্রিয় সংগীত শিল্পীর সঙ্গে আরো থাকবেন ইন্ডিয়ান আইডল ৫ এর বিজয়ী রাকেশ মাইনি।
আগামী ৬ই নভেম্বর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটির নবরাত্রি হলে কনসার্টটি অনুষ্ঠিত হবে। ক্লাব ইলেভেন এন্টারটেইনমেন্ট এবং ইনসেপশন মিডিয়া লিমিটেড যৌথভাবে কনসার্টটির আয়োজন করছে। এরইমধ্যে শুরু হয়ে গিয়েছে টিকিট বিক্রি।
টিকিট সম্পর্কে বিস্তারিত জানাতে ঢাকার অভিজাত হোটেল আমারি’তে কনসার্ট পূর্ববর্তী সংবাদ সন্মেলনের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন ক্লাব ইলেভেন এন্টারটেইনমেন্টের সিইও তাশফিনা হায়দার এবং ইনসেপশন মিডিয়া লিমিটেডের সিইও খান মোহাম্মদ বদরুদ্দীনসহ আয়োজক প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তাগণ।
ইনসেপশনের সিইও খান মোহাম্মদ বদরুদ্দীন বললেন, ‘আমরা এরমধ্যে সুনিধি চৌহান এর অফিসিয়াল কনফার্মেশন পেয়েছি। সবকিছু ঠিক থাকলে আগামী ৪ অথবা ৫ নভেম্বর সুনিধি ঢাকায় পৌঁছাবেন বলে জানানো হয়েছে। সুনিধির সঙ্গে থাকবে তার ১৯ সদস্যর একটি দল। যার মধ্যে থাকবে তার নিজস্ব মিউজিশিয়ান, ব্যক্তিগত হেয়ার ও ফ্যাশন ডিজাইনারসহ আরো অনেকে। আর হাবিব ওয়াহিদও আমাদেরকে তার শিডিউল নিশ্চিত করেছেন। এই শোতে অংশ নিতে অক্টোবরের শেষের দিকে দেশে ফিরবেন হাবিব।’
এরপর সংবাদ সম্মেলনে ক্লাব ইলেভেন এন্টারটেইনমেন্টের সিইও তাশফিনা হায়দার আনুষ্ঠানিকভাবে কনসার্টের টিকিট বিক্রির উদ্বোধন ষোষণা করেন।
১৮ই অক্টোবর থেকে আগ্রহী দর্শকরা কনসার্টের টিকিট সংগ্রহ করতে পারবেন বলে জানান তিনি। বিভিন্ন শ্রেণীর দর্শকদের কথা বিবেচনা করে আয়োজক প্রতিষ্ঠান লায়ন, টাইগার, প্যানথার ও চিতা এই চার ধরনের টিকেটের ব্যবস্থা করেছে। টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে যথাক্রমে লায়ন ১০,০০০, টাইগার ৭,০০০, প্যানথার ৫,০০০ এবং চিতা ৩,০০০ টাকা।
টিকিটের জন্য যোগযোগ করা যাবে ০১৫৫৬৫৫৬৬৫ নাম্বারটিতে। হোম ডেলিভারির জন্য ফোন দিতে পারেন ০৯৬১২২২০২২২ এই নম্বরে। অনলাইনে ডেবিট এবং ক্রেডিট কার্ডের মাধ্যমে টিকেট সংগ্রহ করতে চাইলে ভিজিট করুন: ‘etunes.com.bd Ges ticketchai.com’- এই ঠিকানায়।
এছাড়া বিনস অ্যান্ড অ্যারোমা (উত্তরা), টিউন অ্যান্ড বাইট (খিলগাও), নো ম্যাডস (ধানমন্ডি), ম্যাডশেফ (ধানমন্ডি) সহ আরও কয়েকটি রেস্টুরেন্টে টিকেট পাওয়া যাবে।
টিকিট এবং অন্যান্য তথ্যের জন্য ইভেন্টের অফিশিয়াল ফেসবুক পেজ ভিজিট করতে পারেন। ইভেন্টের অফিশিয়াল পেজ এর ঠিকানা : https://www.facebook.com/events/৮১৮৩৬৭৬২৮২৬২৪৩৬/
দর্শকদের আসন গ্রহণের জন্য গেট খোলা হবে সন্ধ্যা ৬ টায়। সন্ধ্যা ৭টায় সংগীত পরিবেশনা শুরু হয়ে চলবে গভীর রাত পর্যন্ত।
সুনিধি চৌহান এর আগেও বাংলাদেশে এসেছেন। তবে এবারই প্রথম জুটি বাঁধছেন হাবিব ওয়াহিদের সঙ্গে। কনসার্ট শেষে ৭ নভেম্বর তিনি ভারতে ফিরে যাবেন।
এলএ/এমএস