বাড়লো রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের বেতন


প্রকাশিত: ০৬:২১ এএম, ১৯ অক্টোবর ২০১৫

সরকারি চাকরিজীবীদের পর এবার বেতন বাড়ল সাংবিধানিক পদদারীদের। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী ও সাংসদসহ সব সাংবিধানিক পদে বেতন ভাতা বাড়লো প্রায় ৯১ শতাংশ। গত জুলাই মাস থেকে বেতন পাবেন তারা। আর ভাতা পাবেন ২০১৬ সালের জুলাই মাস থেকে।  

সোমবার এ সংক্রান্ত ৬টি আইন অনুমোদন দিয়েছে মন্ত্রীসভা। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভুইঞা সাংবাদিকদের বিস্তারিত তুলে ধরেন।

রাষ্ট্রপতি : বর্তমানে রাষ্ট্রপতি বেতন পেয়ে থাকেন ৬১ হাজার ২শ টাকা। নতুন বেতন কাঠামোতে পাবেন ১ লাখ ২০ হাজার টাকা। এছাড়া স্বেচ্ছাধীন তহবিল ২ কোটি টাকা।

প্রধানমন্ত্রী : প্রধানমন্ত্রী নতুন কাঠামো অনুযায়ী পাবেন ১ লাখ ১৫ হাজার টাকা। আগে ছিলো ৫৮ হাজার ৬শ টাকা। অন্যদিকে, বেসরকারি বাড়িতে থাকলে বাড়ি ভাড়া পাবেন এক লাখ টাকা।

স্পিকার : বর্তমান জাতীয় সংসদের স্পিকারের বেতন ৫৭ হাজার ২শ টাকা। নতুন কাঠামোতে এটা হবে ১ লাখ ১২ হাজার টাকা।

মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী : মন্ত্রীসভার সদস্যরা পাবেন ১ লাখ ৫ হাজার টাকা। একই পরিমাণ বেতন পাবেন মন্ত্রী পদ মর্যাদার ডেপুটি স্পিকার, বিরোধী দলীয় নেতা, চিফ হুইপ। বর্তমানে তারা পাচ্ছেন ৫৩ হাজার ১শ টাকা। প্রতিমন্ত্রী, বিরোধী দলীয় উপনেতা, হুইপরা পাবেন ৯২ হাজার টাকা। বিদ্যমান কাঠামোতে আছে ৪৭ হাজার ৮শ টাকা। উপমন্ত্রীদের বেতন ৪৫ হাজার ১৫০ টাকা থেকে বেড়ে হবে ৮৬ হাজার ৫শ টাকা করা হয়েছে।

সাংসদ : সাংসদ সদস্যদের বর্তমান বেতন ২৭ হাজার ৫শ টাকা। এটি বেড়ে হবে ৫৫ হাজার টাকা।

এসএ/এসকেডি/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।