দ্বিতীয় স্থানে উঠে এলেন ধোনি


প্রকাশিত: ০৬:১৩ এএম, ১৯ অক্টোবর ২০১৫

অধিনায়ক হিসেবে ব্যাট হাতে ওয়ানডে ক্রিকেটে সবচেয়ে বেশি রান করার ক্ষেত্রে দ্বিতীয় স্থানে উঠে এলেন ভারতের দলপতি মহেন্দ্র সিং ধোনি। পাঁচ ম্যাচ সিরিজের তৃতীয় ওয়ানডেতে রাজকোটে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৪৭ রান করে আউট হন তিনি। ফলে অধিনায়ক হিসেবে তার রান সংখ্যা গিয়ে দাড়ায় ১৮৪ ম্যাচের ১৫৯ ইনিংসে ৬৩১৩।

ধোনি দ্বিতীয় স্থানে উঠে আসায় তৃতীয়স্থানে নেমে যেতে হয়েছে নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক স্টিফেন ফ্লেমিংকে। ২১৮ ম্যাচের ২০৮ ইনিংসে ৬২৯৫ রান করেছেন ফ্লেমিং। এই তালিকায় সবার উপরে আছেন অস্ট্রেলিয়ার রিকি পন্টিং। ২৩০ ম্যাচের ২২০ ইনিংসে ৮৪৯৭ রান করেছেন পন্টিং।

অধিনায়ক হিসেবে সর্বোচ্চ রান করা শীর্ষ পাঁচ খেলোয়াড় :

খেলোয়াড়                                          ম্যাচ    ইনিংস   রান     গড়
রিকি পন্টিং (অস্ট্রেলিয়া)                        ২৩০    ২২০    ৮৪৯৭    ৪২.৯১
মহেন্দ্র সিং ধোনি (ভারত)                       ১৮৪    ১৫৯    ৬৩১৩    ৫৬.৮৭
স্টিফেন ফ্লেমিং (নিউজিল্যান্ড)                 ২১৮    ২০৮    ৬২৯৫    ৩২.৭৮
অর্জুনা রানাতুঙ্গা (শ্রীলংকা)                      ১৯৩    ১৮৩    ৫৬০৮    ৩৭.৬৩
গ্রায়েম স্মিথ (দক্ষিণ আফ্রিকা)                   ১৫০    ১৪৮    ৫৪১৬    ৩৮.৯৬

এমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।