ভূমি উন্নয়ন কর পরিশোধের সময় বাড়ল আরও এক মাস

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:১০ পিএম, ১৩ মে ২০২০

অনাদায়ী ভূমি উন্নয়ন কর পরিশোধের সময়সীমা আরও এক মাস বাড়ানো হয়েছে। আগামী ১৫ জুন পর্যন্ত কর দেয়া যাবে।

বুধবার (১৩) ভূমি মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।

প্রচলিত বিধি অনুযায়ী প্রতি বাংলা বছরের ৩০ চৈত্রের মধ্যে ভূমি উন্নয়ন কর পরিশোধের বাধ্যবাধকতা রয়েছে। করোনার প্রভাবে দেশে উদ্ভূত পরিস্থিতির বিষয়টি বিবেচনা করে গত ৯ এপ্রিল অনাদায়ী ভূমি উন্নয়ন কর পরিশোধের সময়সীমা এক মাস বাড়িয়ে ১৩ মে করে নির্দেশনা জারি করেছিল ভূমি মন্ত্রণালয়। অর্থাৎ আজ বর্ধিত সেই সময়সীমার শেষ দিন।

ভূমি মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, ইতিমধ্যে করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে আগামী ১৬ মে পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। বর্ধিত সময়সীমার (আজকে) মধ্যেও ভূমি উন্নয়ন কর (সাধারণ ও সংস্থা) আদায়কারী সংশ্লিষ্ট দফতর এবং ভূমি উন্নয়ন কর প্রদানকারী জনগণ/সংস্থা- উভয়ের পক্ষে কর আদায় বা পরিশোধ করা সম্ভব হবে না বলে প্রতীয়মান হচ্ছে। পবিত্র ঈদুল ফিতরের ছুটিও আসন্ন।

এমতাবস্থায় সাধারণ ও সংস্থা নির্বিশেষে সব শ্রেণির ভূমি উন্নয়ন কর আদায় বা পরিশোধের সুবিধার্থে আগামী ১ আষাঢ় মোতাবেক ১৫ জুন পর্যন্ত ভূমি উন্নয়ন কর আদায়ের সময়সীমা পুনঃবর্ধিত করেছে ভূমি মন্ত্রণালয়।

আরএমএম/এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।