সা’দত হুসাইনের ২০ দিন পর না ফেরার দেশে তার স্ত্রীও

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:৪৪ এএম, ১৩ মে ২০২০
গত ২২ এপ্রিল মারা যান সা’দত হুসাইন। এর ২০ দিন পর মারা গেলেন তার স্ত্রী শাহানা চৌধুরী

সাবেক মন্ত্রিপরিষদ সচিব ও সরকারি কর্মকমিশনের (পিএসসি) সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা সা’দত হুসাইনের স্ত্রী শাহানা চৌধুরী আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। স্বামীর মৃত্যুর ২০ দিনের মাথায় তিনিও চলে গেলেন না ফেরার দেশে।

মঙ্গলবার রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। এর আগে গত ২২ এপ্রিল মারা যান ড. সা'দত হুসাইন

প্রয়াত সা’দত হুসাইনের পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে মারা যান শাহানা চৌধুরী। তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি কিডনি জটিলতায় ভুগছিলেন। এই জটিলতা নিয়ে গত ২০ এপ্রিল তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে কিছুটা সুস্থ হলে বাসায় নেয়া হয়। তিনদিন বাসায় রাখার পর অসুস্থ হয়ে গেলে আবারও হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসারত অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

আজ বুধবার বাদ জোহর নিকুঞ্জ এলাাকায় স্বামী সা’দত হুসাইনের কবরের পাশে তাকে দাফন করা হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

প্রয়াত সা’দত হুসাইন ও শাহানা চৌধুরী দম্পত্তির এক ছেলে ও দুই মেয়ে রয়েছে।

এমএইচএম/জেডএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।