প্রকৌশলী দেলোয়ারের হত্যাকারীদের দ্রুত বিচার চায় ফোরাম-৮৬
গাজীপুর সিটি করপোরেশনের (অঞ্চল-৪) নির্বাহী প্রকৌশলী দেলোয়ার হোসেন (৫০) হত্যায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ১৯৮৬-৮৭ ব্যাচের অ্যালামনাই শিক্ষার্থীদের সংগঠন ফোরাম-৮৬।
মঙ্গলবার (১২ মে) রাতে ফোরাম-৮৬ এর সাধারণ সম্পাদক হাসিন জাহান পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘দেলোয়ার একইসঙ্গে রাষ্ট্রের একজন নাগরিক এবং বুয়েটের অ্যালামনাই ছিলেন। তার এমন আকস্মিক মৃত্যুতে ফোরাম ৮৬ এবং বুয়েট পরিবার গভীরভাবে মর্মাহত, শঙ্কিত। আমরা এই অপমৃত্যুর অতিদ্রুত তদন্তপূর্বক যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে এর সুষ্ঠু বিচারের দাবি জানাচ্ছি।’
এছাড়াও বিজ্ঞপ্তিতে দেলোয়ার হোসেনের আত্মার মাগফিরাত কামনা করে এবং সরকার অপরাধীদের দ্রুত বিচারের আওতায় এনে আইনের শাসন নিশ্চিতের করা হবে বলে আশা প্রকাশ করা হয়।
প্রকৌশলী দেলোয়ার হোসেন নোয়াখালীর বেগমগঞ্জ থানার আলাইয়াপুর এলাকার মৃত সোলায়মানের ছেলে। তিনি গাজীপুর কোনাবাড়ী এলাকার দায়িত্বে ছিলেন। তবে পরিবারের সঙ্গে ঢাকার মিরপুরের ২ নম্বর সেক্টরে বসবাস করতেন।
সোমবার সকাল সাড়ে ৯টার দিকে তিনি মিরপুরের বাসা থেকে গাজীপুর সিটি করপোরেশনের কর্মস্থলে রওনা হন। এরপর থেকে তিনি নিখোঁজ হন। পরে বিকেলে উত্তরার ১৭ নম্বর সেক্টরের ৫ নম্বর ব্রিজের পশ্চিম দিকের ৮ নম্বর রোডে পাশের একটি ঝোপ (ছোট গাছের জঙ্গল) থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
মরদেহ উদ্ধারের পর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত করা হয়। অস্বাভাবিক এই মৃত্যুর বিষয়ে তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল মোত্তাকীন জানান, ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধে করে হত্যা হয়েছে। এছাড়াও নিহতের পিঠে আঘাতের চিহ্ন রয়েছে।
এআর/এফআর