বাংলাদেশের অর্থনীতির ভবিষ্যত উজ্জ্বল : ড. কৌশিক বসু
আর্থিক ও সামাজিক ক্ষেত্রে বাংলাদেশের অগ্রগতির প্রশংসা করে বিশ্বব্যাংকের প্রধান অর্থনীতিবিদ ড. কৌশিক বসু দৃঢ় আশাবাদ ব্যক্ত করে বলেছেন, উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে পারলে আগামীতে বাংলাদেশের ভবিষ্যত অত্যন্ত উজ্জ্বল।
সম্প্রতি পেরুর রাজধানী লিমায় অনুষ্ঠিত বিশ্বব্যাংক-আইএমএফের বার্ষিক সাধারণ সভায় যোগ দিয়ে বাংলাদেশের একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এসব মন্তব্য করেন। ৯ থেকে ১১ অক্টোবর এ সভা অনুষ্ঠিত হয়।
সামষ্টিক অর্থনীতিতো বটেই সামাজিক খাত বিশেষ করে শিক্ষা, স্বাস্থ্য এবং মানবসম্পদ উন্নয়নে বাংলাদেশের অর্জনে বেজায় খুশি এক সময় বাংলাদেশ সরকারের গবেষণা প্রতিষ্ঠান বিআইডিএস এ কাজ করা বিশ্বব্যাংকের প্রধান অর্থনীতিবিদ।
কলকাতায় জন্ম নেয়া এই বাঙালি অর্থনীতিবিদ একসময় নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. অর্মত্য সেনের ছাত্র ছিলেন। অর্থনীতিতে বাংলাদেশের এগিয়ে যাওয়ার গল্পকে অবিশ্বাস্য বলে মনে করেন কৌশিক বসু।
তার মতে, উচ্চ প্রবৃদ্ধি অর্জনকারী দেশের তালিকায় উপরের সারিতে থাকা বাংলাদেশ এখন রীতিমতো বিস্ময়ের। তবে তুষ্টিতে না ভুগে এই ধারা অব্যাহত রাখতে নীতি-নির্ধারকদের সদা জাগ্রত থাকার পরামর্শ দিয়েছেন তিনি।
তিনি বলেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি যে মাত্রায় হচ্ছে, পৃথিবীর খুব বেশি জায়গায় সেরকম প্রবৃদ্ধি হচ্ছে না। বিশ্বের দেশগুলোর প্রবৃদ্ধি অর্জনের তালিকা তৈরি করলে বাংলাদেশের অবস্থান তালিকার ওপরের দিকে থাকবে। গত কয়েক বছর যাবৎ বাংলাদেশ ৬ শতাংশের ওপরে প্রবৃদ্ধি অর্জন করায় তিনি প্রশংসা করেন।
ডিসেম্বর মাসের মাঝামাঝি ড. কৌশিক বসু বাংলাদেশ সফর করবেন বলে বাসসকে জানান কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর সচিবালয়ের মহাব্যবস্থাপক এ এফ এম আসাদুজ্জামান। বাংলাদেশ ব্যাংকের আমন্ত্রণে বাংলাদেশ-ভারত সম্পর্ক, এই অঞ্চলের অর্থনীতি, রাজনীতি নিয়ে গণবক্তৃতা করবেন তিনি।
বিএ